স্পোর্টস ডেস্ক : চলতি বছর অর্থাৎ ২০২২ সালে সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট আই পি এল টী- টোয়েন্টির (IPL T-20) ১৫ তম বর্ষ শুরু হয়েছে। বিশ্বব্যাপী জনপ্রিয় এই টুর্নামেন্ট উপভোগ করতে স্টেডিয়ামে দর্শকদের উপছে পাড়া ভিড় দেখা গিয়ে থাকে।
তবে স্টেডিয়ামের বহুল দর্শকদের মধ্যে কখনো কখনো অত্যন্ত সুন্দর কিছু মুখ সবার আলাদা দৃষ্টি আকর্ষণ করে থাকে। আলোচ্য বিষয় সেই রহস্যময় সুন্দরীদের সম্পর্কে, যারা আই পি এল চলাকালীন সময়ে তাদের সৌন্দর্যের জন্য খবরের শিরোনাম হয়েছেন।
১. অদিতি হুন্ডিয়া
আলোচনার শুরুতেই যে সুন্দরী নারী রয়েছেন, তিনি হলেন ‘অদিতি হুন্ডিয়া’। তিনি পেশায় একজন মডেল। রিপোর্ট অনুযায়ী, ২০১৭ সালে ‘ফেমিনা মিস ইন্ডিয়া’র ফাইনালিস্ট ছিলেন। ২০১৯ সালের আইপিএলের ফাইনাল ম্যাচ চলাকালীন সময়ে এই সুন্দরীকে স্টেডিয়ামে দেখা গিয়েছিলো। তারপর থেকেই তিনি রাতারাতি ভাইরাল হয়ে ওঠেনি।
২. দীপিকা ঘোষ
২০১৯ সালে সানরাইজার্স হায়দ্রাবাদ ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এর একটি ম্যাচে আরসিবি (RCB) দলের সাপোর্টার এক তরুণীর সুন্দর্য্য ধরা পড়ে ক্যামেরায়। যার নাম জানা যায় ‘দীপিকা ঘোষ’। লাল রঙের পোশাকে এই তরুণী সবার দৃষ্টি আকর্ষণ করেছিল। তিনি পেশায় একজন কোরিওগ্রাফার।
৩. মালতি চাহার
২০১৮ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের একটি ম্যাচ চলাকালীন সময়ে নেট দুনিয়ায় ভাইরাল হয় এই সুন্দরী নারী। খবর অনুযায়ী, এই নারী চেন্নাই সুপার কিংস এর খেলোয়াড় (Player) দীপক চাহারের বোন ‘মালতি চাহার’। তিনি পেশায় একজন মডেল। এবং তিনি মাহেন্দ্রা সিং ধোনির অন্ধ ভক্ত।
৪. রিয়ানা লালওয়ানি
মুম্বাই ইন্ডিয়ানস ও কিংস ইলেভেন পাঞ্জাবের ২০২০ সালের একটি আইপিএল ম্যাচে গ্যালারি থেকে সবার নজর কেরেছিলেন এই সুন্দরী নারী। কিংস ইলেভেন পাঞ্জাবের সাপোর্টার হয়ে প্রীতি জিন্টার পাশেই বসে ছিলেন তিনি। পরবর্তীতে তার নাম জানা যায়, ‘রিয়ানা লালওয়ানি’। তার সৌন্দর্য ভালোই প্রভাব ফেলেছিল নেটিজেনদের মধ্যে।
৫. কাব্য মারান
কলকাতা ও হায়দ্রাবাদ এর একটি ম্যাচে গ্যালারি থেকে সোজা নেট পাড়ায় সারা ফেলেছিলেন এই তরুণী। রিপোর্ট অনুযায়ী, তিনি হলেন সান গ্ৰুপের মালিক কালানিধি মারানের মেয়ে ‘কাব্য মারান’। তিনি সান টিভি ও এফ এম চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন বলে জানা যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।