স্পোর্টস ডেস্ক : কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে। ওয়েস্ট ইন্ডিন্জের আন্দ্রে রাসেল বা বাংলাদেশের সাকিব আল হাসান কিংবা লিটন দাসের অধিনায়ক হওয়ার গুঞ্জন উড়িয়ে নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে কেকেআর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কেকেআরের নেতৃত্ব দেবেন ভারতের ব্যাটার নীতিশ রানা।
সোমবার (২৭ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে কেকেআর কর্তৃপক্ষ।
কেকেআর কর্তৃপক্ষ জানিয়েছে, পিঠের চোটের কারণে মাঠের বাইরে থাকা শ্রেয়াস আইয়ারের অনুপস্থিতিতে এই মৌসুমে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দেবেন নীতিশ রানা। আশা করছি, এবারের আইপিএল চলাকালীনই সুস্থ হয়ে কোনো না কোনো সময় দলের হয়ে খেলবেন শ্রেয়াস।
তবে ঘরোয়া ক্রিকেটে সাদা বলে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকায় এবং কেকেআরের হয়ে ২০১৮ থেকে অসাধারণ খেলার পুরস্কার হিসেবে নীতিশকেই দলকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার ভার দেওয়া হলো। কোচ চন্দ্রকাণ্ড পণ্ডিত এবং সাপোর্ট স্টাফরা মাঠের বাইরে নীতিশকে সবরকম সমর্থন দেওয়ার জন্যে তৈরি। আমরা আত্মবিশ্বাসী নীতিশ এই সাহায্য পেয়ে ভালো ফল করবেন।
শ্রেয়াসের ইনজুরির কারণে কেকেআরের নেতৃত্ব কে দেবেন, তা নিয়ে ধোয়াশা তৈরি হয়েছিল। গুঞ্জন উঠেছিল আন্দ্রে রাসেল, সাকিব আল হাসান, লিটন দাস এমনকি রিঙ্কু সিংহ কেকেআরের নেতৃত্বে আসতে পারেন। তবে সবাইকে ছাপিয়ে নেতৃত্বের দায়িত্ব পেলেন নীতিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।