স্পোর্টস ডেস্ক : বিশ্বের সবচেয়ে জামকালো আর ধনী টি-টোয়েন্টি আসর আইপিএলের এবারের শিরোপা কে পাচ্ছে, গুজরাট না চেন্নাই- তা জানা যাবে রোববার রাতে।
ঘরের মাঠে লাগাতার দ্বিতীয়বার ট্রফি তুলবে গুজরাট, না পঞ্চমবার ট্রফি জিতে আরও এক নয়া ইতিহাস তৈরি করবে এমএস ধোনির দল, তা জানতে আপাতত অপেক্ষা।
আইপিএর মানেই টাকা খেলা। এতো বড় ধনী ক্রিকেট আসর বিশ্বের কোথাও নেই। তাই এই আসরে খেলতে ছুটে আসেন ক্রিকেট বিশ্বের নামী দামী সব তারকারাই।
প্রায় দু’মাসের আইপিএল শেষ হবে রোববার। ফাইনালে মুখোমুখি গুজরাট টাইটান্স এবং চেন্নাই সুপার কিংস। এবারের শিরোপা জয়ীদের জন্য থাকছে বিশাল অংকের পুরস্কার।
এবার আইপিএলে মোট পুরস্কারমূল্য ৪৬ কোটি ৫০ লক্ষ টাকা। চ্যাম্পিয়ন দল পাবে ২০ কোটি। ২০০৮ সালে প্রথম আইপিএলে চ্যাম্পিয়ন দলের জন্য ছিলো ৪ কোটি ৮০ লক্ষ টাকা।
অন্যদিকে, রানার্স দল পেয়েছিলো ২ কোটি ৪০ লক্ষ টাকা। এবার সেই অংক উঠেছে ১৩ কোটি টাকায়। অবশ্য, একই পরিমাণ অর্থ পেয়েছিলো গতবারের বিজয়ী ও রানার্স আপরা।
এছাড়া কমলা ও পার্পল টুপি বিজয়ীরা পাবেন ১৫ লক্ষ টাকা করে। এমার্জিং প্লেয়ারের হাতে উঠবে ২০ লক্ষ। সবচেয়ে মূল্যবান তারকা পাবেন ১২ লক্ষ টাকা।
ফাইনাল হচ্ছে মোতেরার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। আসর সেরা দুই দল এখন আমনে সামনে। সেরা ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। অনেক ছোট ছোট লড়াই লুকিয়ে এই ম্যাচে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।