স্পোর্টস ডেস্ক : প্রতিবারই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হলে কোনো না কোনো বিতর্ক শুরু হয়। এবার ম্যাচের সময় স্টেডিয়ামে মদ পরিবেশন নিয়ে দেশটির তামিলনাড়ুতে দেখা দিল তুমুল বিতর্ক। এ নিয়ে ইতোমধ্যে সরকারের সমালোচনা করেছে বিরোধীদল। তাদের দাবি, মদ বিক্রির ব্যাপারে সম্পূর্ণ নিষেধাজ্ঞার প্রতিশ্রুতি থাকলেও আইপিএলের ম্যাচে মদ পরিবেশন করা হচ্ছে।
আনন্দবাজারের খবরে বলা হয়েছে, এমনকি কিছু বিয়ের অনুষ্ঠানেও মদ পরিবেশন করা হচ্ছে। তামিলনাড়ুর সরকার অবশ্য এই দাবি অস্বীকার করেছে।
এ নিয়ে প্রদেশের আবগারি মন্ত্রী ভি সেন্থিল কুমার জানিয়েছেন, আইপিএলের ম্যাচে ও বিশ্বজনীন ব্যবসায়িক বৈঠকে মদ পরিবেশনের অনুমতি দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু বিয়ের অনুষ্ঠানে মদপানের ব্যাপারে কোনো শিথিলতা নেই। তা আগের মতোই নিষিদ্ধ।
এদিকে গত ১৮ মার্চ সরকারের বিজ্ঞপ্তি অবশ্য এমনটি বলছে না। সেখানে মদপানের নিয়ম সংশোধিত করে বলা বয়েছে, আন্তর্জাতিক এবং জাতীয় বৈঠক এবং বিভিন্ন কনফারেন্স, উৎসবে শর্তসাপেক্ষে মদ পরিবেশন করা যাবে। আগে থেকে জেলা কালেক্টরের অনুমতি নিয়ে আবগারি দপ্তরের ডেপুটি কমিশনার বা সহকারী কমিশনার এক দিন বা তার বেশি সময়ের জন্য মদ পরিবেশনের অনুমতি দিতে পারেন। সেখানে কনফারেন্স হল, ব্যাঙ্কোয়েট হল, খেলাধুলোর স্টেডিয়াম ছাড়াও বিয়ের অনুষ্ঠানের মদ্যপানের অনুমতি রয়েছে।
অল্পকিছু টাকা বিনিয়োগ দিয়ে শুরু করুন এই ব্যবসা, মাসে লাভ হবে লাখ টাকা
বিরোধী দল এআইএডিএমকের সাধারণ সম্পাদককে পালানিস্বামীর দাবি, যে মদ্যপান একটা গোটা প্রজন্মকে শেষ করে দিয়েছে, সেই জিনিসকেই আবার ফিরিয়ে আনছে শাসকদল। সমাজবিরোধী কাজকর্মে জড়িয়ে পড়ছে তারা। তাদের দাবি, মদ্যপানে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল শাসকদল ডিএমকে। কিন্তু সেই প্রতিশ্রুতি থেকে সরে যাচ্ছে তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।