বিনোদন ডেস্ক : আইপিএলের ১৫তম আসরের পর্দা নামছে আজ। ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস ও গুজরাট টাইটান্স। করোনা সংকটের কারণে গত ২ বছর বন্ধ ছিল সমাপনী অনুষ্ঠান। করোনা প্রকোপ কমে যাওয়ায় ফাইনাল ম্যাচ শুরুর আগে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় হবে এই জমকালো আয়োজন। এতে পারফর্ম করবেন এ আর রহমান ও রণবীর সিং।
শুধু রণবীর, এ আর রহমান এই মঞ্চে পারফর্ম করবেন না; একই মঞ্চে প্রথমবারের মতো কোনো সিনেমার ট্রেইলার লঞ্চ হতে যাচ্ছে। আমির খান ও কারিনা কাপুর খান অভিনীত ‘লাল সিংহ চাড্ডা’ সিনেমার ট্রেইলার লঞ্চ হবে এই মঞ্চে।
ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, প্রথমবারের মতো আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইপিএল ফাইনাল। এর আগে টেস্ট ও টি-টোয়েন্টি ম্যাচ হয়েছিল এই মাঠে। স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করতে রাখা হয়েছে কিছু বিশেষ পরিকল্পনাও।
দেশ-বিদেশের প্রাক্তন ক্রিকেটারদের আমন্ত্রণ জানানো হয়েছে এই ম্যাচে। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও তিনি উপস্থিত থাকবেন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকবেন। এছাড়াও উপস্থিত থাকবেন সৌরভ গাঙ্গুলি, জয় শাহ, আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।