ছক্কা মেরে উইলিয়ামসনদের ফ্রিজ ভাঙলেন কেকেআর ব্যাটসম্যান (ভিডিও)

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচে গতকাল মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচে কলকাতার সেরা ব্যাটার ছিলেন নিতিশ রানা। ৩৬ বলে ৬টি চার ও ২টি ছক্কায় তিনি ৫৪ রান করেছিলেন। এই ইনিংস খেলার পথে ছক্কা মেরে হায়দরাবাদের ডাগআউটে রাখা ফ্রিজ ভেঙে ফেলেন রানা।

কলকাতার ইনিংসের ত্রয়োদশ ওভারটি করেন হায়দরাবাদের গতিতারকা উমরান মালিক। প্রথম বলে থার্ডম্যান দিয়ে ছক্কা মারেন রানা। বল বাউন্ডারি লাইনের বাইরে ড্রপ খেয়ে সোজা গিয়ে লাগে হায়দরাবাদের ডাগ-আউটে রাখা ফ্রিজে। আর সঙ্গে সঙ্গে ফ্রিজের গ্লাস ডোর ভেঙে যায়। আইপিএল এমন ঘটনা রানার এটাই প্রথম নয়। গত মৌসুমে ক্যামেরার লেন্স ভেঙেছিলেন তিনি।

YouTube video player

রানার ৩৬ বলে ৫৪ ও আন্দ্রে রাসেলের ২৫ বলে ৪৯ রানের কল্যাণে ৮ উইকেটে ১৭৫ রান সংগ্রহ করেছিল কলকাতা। যদিও এই রান রানাদের জয়ের যথেষ্ট ছিল না। রাহুল ত্রিপাঠীর ৩৭ বলে ৭১ ও মার্করামের ৩৬ বলে ৬৮ রানে ভর করে ১৩ বল হাতে রেখেই জিতে যায় হায়দরাবাদ। ষষ্ঠ ম্যাচে এটা ছিল কলকাতার তৃতীয় হার। আর পঞ্চম ম্যাচে হায়দরাবাদের তৃতীয় জয়।

সৌরভ গাঙ্গুলীর মোট সম্পত্তি এবং মাসে বেতন কত কোটি? জানলে অবাকই হবেন