জুমবাংলা ডেস্ক: সাভারের একটি ব্যাটারি ও টায়ারের শোরুম থেকে নগদ ১০ লাখ টাকা ও প্রায় ২৫ লাখ টাকার ব্যাটারি এবং আইপিএস লুট করে নিয়ে গেছে ডাকাতরা।
সোমবার (৫ জুন) ভোর সাভারের পাকিজা গার্মেন্টসের বিপরীত পাশে ওকে প্লাজা ভবনের নিচ তলার ‘ওকে ব্যাটারি অ্যান্ড টায়ারের শোরুমে’ এ ঘটনা ঘটে।
শোরুমের মালিক কায়েস জানান, সোমবার ভোরে আট সদস্যের ডাকাতদল এসে মার্কেটের নিরাপত্তাকর্মীকে মারধর করে হাত-পা বাঁধে। এ সময় তালা ভেঙে তারা শো-রুমের ভেতরে প্রবেশ করে নগদ ১০ লাখ টাকা ও ২৫ লাখ টাকার ব্যাটারি ও আইপিএস ট্রাকে লোড করে পালিয়ে যায়।
তিনি আরও জানান, ডাকাতরা যাওয়ার সময় সিসিটিভির ডিভিআর ও মনিটর নিয়ে যান। আমার ভাই থানায় গেছেন। এ বিষয়ে অভিযোগ দায়ের করবেন।
সাভার মডেল থানার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, এ ঘটনার কথা জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।