ভিভো শীঘ্রই তাদের IQOO সাব-ব্র্যান্ডের নতুন স্মার্টফোন বাজারে নিয়ে আসতে যাচ্ছে। শোনা যাচ্ছে তাদের হাত ধরেই মিডিয়াটেকের নতুন প্রসেসর ডাইমেনসিটি ৯০০০ আনুষ্ঠানিকভাবে ব্যবহৃত হতে যাচ্ছে।
জুলাই মাসের ১৯ তারিখে ভিভো IQOO ১০ বাজারে রিলিজ পাওয়ার কথা। IQOO ২০১৯ সাল থেকে ভিভোর সাবব্র্যান্ড হিসেবে কাজ করছে। ভিভো এর IQOO ১০ ফোনের যদি মিডিয়াটেকের নতুন প্রসেসরটি ব্যবহৃত হয় তাহলে তারাই ১ম হ্যান্ডসেট ব্র্যান্ড হিসেবে বাজারে এটি নিয়ে আসবে। কেননা এখনো পর্যন্ত কোন স্মার্টফোনেই নতুন এই প্রসেসরটি ব্যবহৃত হয়নি।
গত সপ্তাহে মিডিয়াটেক জানিয়েছে, তারা ডাইমেনসিটি ৯০০০ প্রসেসরে ডেভেলপমেন্ট ও ইমপ্রুভমেন্ট নিয়ে এসেছে। এরফলে প্রসেসরের কর্মদক্ষতা আরও বৃদ্ধি পেয়েছে ও জিপিউ এর পারফরম্যান্স Boost Up পেয়েছে। চিপসেটের প্রসেসিং ক্ষমতা ও ৫জি মডেমের সফটওয়ার এর আপডেট করা হয়েছে।
প্রসেসরের হাই পারফরম্যান্স Cortex-X2 core এর স্পিড 3.05 GHz থেকে 3.2 GHz এ উন্নীত করা হয়েছে। মিডিয়াটেক মূলত তাইওয়ান এ প্রতিষ্ঠিত কোম্পানি যারা সেমিকন্ডাক্টরের উপর ভিত্তি করে চিপসেট তৈরি করে থাকে। তাইওয়ান এর এ কোম্পানিটি জানিয়েছে তারা খুব শীঘ্রই ডিভাইসে ব্যবহারের মধ্য দিয়ে চিপসেটটি বাজারে নিয়ে আসতে বদ্ধপরিকর।
IQOO এর ২টি ভ্যারিয়েন্ট বাজারে আসবে। একটি IQOO ১০ ও অন্যটি IQOO ১০ প্রো। IQOO ১০ মডেলে মিডিয়াটেক থেকে কোয়ালকমের প্রসেসর আসার সম্ভাবনাই বেশি। তবে IQOO ১০ প্রোতে মিডিয়াটেকের প্রসেসর ব্যবহৃত হতে পারে বলে শোনা যাচ্ছে। মিডিয়াটেকের নতুন ডাইমেনসিটি প্রসেসর বেশ শক্তিশালী হওয়ায় এটি নিয়ে মানুষের আগ্রহও বেশি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।