বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : ডিসেম্বরেই ভারতে লঞ্চ করতে চলেছে বহু প্রতীক্ষিত iQOO 13! নয়া এই স্মার্টফোনে মিলবে ৫ বছরের সফ্টওয়্যার আপডেট। লঞ্চের আগে ফাঁস হয়েছে এই ফোনের স্পেসিফিকেশন।
৩ ডিসেম্বর iQOO ভারতের বাজারে পা রাখতে চলেছে। iQOO 13-এ যেমন মিলবে শক্তিশালী পারফরম্যান্স, তেমনই এতে থাকবে উন্নত ক্যামেরা ফিচার, দুর্দান্ত ডিজাইন। বাজারে, এটি স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেটের সাথে লঞ্চ হওয়া Realme GT 7 Pro-এর সাথে সরাসরি প্রতিযোগিতার আসরে নামবে iQOO 13 । সম্প্রতি ব্র্যান্ড iQOO 13-এর স্পেসিফিকেশন ফাঁস হয়েছে।
iQOO 13 তে থাকবে স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট। iQOO 13-এ রয়েছে বিশ্বের প্রথম BOE Q10 আল্ট্রা iCare ডিসপ্লে, যাতে 144Hz রিফ্রেশ রেট এবং LTPO 2K রেজোলিউশন রয়েছে। স্মার্টফোনটি দীর্ঘমেয়াদী সফ্টওয়্যার আপডেটের সঙ্গে লঞ্চ করা হবে। স্মার্টফোনটিতে ৫ বছরের সিকিউরিটি আপডেট সহ Android 16, 17 এবং 19-এ OS আপগ্রেড পাবে। ফোনটিতে একটি 6,000mAh ব্যাটারি রয়েছে যা 120W দ্রুত চার্জিং সমর্থন করবে।
iQOO Z7 Pro 5G: 64MP এর অসাধারণ ক্যামেরার সঙ্গে 3D কার্ভড ডিসপ্লে নিয়ে হাজির
ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে, iQOO 13 এর পিছনে রয়েছে একটি 50 মেগাপিক্সেল Sony IMX921 প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল Sony 100 mm পোর্ট্রেট লেন্স সহ 4x লসলেস জুম এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স। সামনে একটি 32-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। যা 4K ভিডিও রেকর্ড করতে পারে। iQOO 13-তে থাকবে IP68/69 রেটিং। ফোনটিতে একটি 6,000 mAh ব্যাটারি দেওয়া হবে যা 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। iQOO নিশ্চিত করেছে যে iQOO 13 সম্পূর্ণরূপে ভারতে তৈরি হবে। iQoo-এর ফ্ল্যাগশিপ ফোন লঞ্চের পর অ্যামাজনে বিক্রির জন্য পাওয়া যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।