বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : iQOO তাদের নাম্বার সিরিজের নতুন ডিভাইস নিয়ে আসতে চলেছে। এই ফোনটি হোম মার্কেট চীনে iQOO 13 নামে পেশ করা হতে পারে। এই স্মার্টফোন কোয়ালকমের আপকামিং স্ন্যাপড্রাগন 8 জেন 4 চিপসেট দেওয়া হতে পারে। একইসঙ্গে এই ফোনের অন্যান্য স্পেসিফিকেশন শেয়ার করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সম্প্রতি প্রকাশ্যে আসা লিক সম্পর্কে।
iQOO 13 এর স্পেসিফিকেশন (লিক)
* টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে iQOO 13 ফোনের ডিটেইলস শেয়ার করেছে।
* লিক অনুযায়ী iQOO 13 ফোনের ইঞ্জিনিয়রিং সাম্পেলে 2800 x 1260 পিক্সেল 1.5K রেজোলিউশন সহ ফ্ল্যাট OLED 8T LTPO ডিসপ্লে সহ টেস্ট করা হয়েছে।
* দুর্দান্ত প্রসেসিঙের জন্য iQOO 13 ফোনে আপকামিং স্ন্যাপড্রাগন 8 জেন 4 দেওয়া হবে বলে জানা গেছে।
* এই ফোনে 16GB RAM এবং 1TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে।
* লিক অনুযায়ী এই ফোনে বড়ো ব্যাটারি দেওয়া হতে পারে, কিন্তু সাইজ সম্পর্কে জানা যায়নি।
iQOO 13 এর সম্ভাব্য স্পেসিফিকেশন
ডিসপ্লে: iQOO 13 ফোনের ডিসপ্লে সাইজ সম্পর্কে জানা যায়নি, কিন্তু এতে 1.5K OLED 8T LTPO ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হতে পারে। আগের প্রকাশ্যে আসা লিক অনুযায়ী iQOO স্যামসাঙ কোম্পানি এবং BOE এর থেকে ডিসপ্লে ব্যবহার করতে পারে।
প্রসেসর: প্রসেসিঙের জন্য iQOO 13 ফোনে স্ন্যাপড্রাগন 8 জেন 4 চিপসেট যোগ করা হতে পারে। এটি কোয়ালকমের সবচেয়ে বড়ো চিপসেট যা এই বছর অক্টোবার মাসে লঞ্চ করা হবে।
অন্যান্য: iQOO 13 ফোনে এডভান্স AI ফিচার দেওয়া হবে বলে জানা গেছে।
ব্যাটারি: আগের প্রকাশ্যে আসা লিক অনুযায়ী iQOO 13 ফোনে 6000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। আগের মডেল iQOO 12 ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। এই ফোনে 120W চার্জিং ফিচার দেওয়া হতে পারে।
অবশেষে জানিয়ে রাখি, iQOO 13 ফোনেটি আগামী অক্টোবার মাসে আপকামিং কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 4 চিপসেট লঞ্চ হওয়ার পর ডিভাইসটি পেশ করা হতে পারে। তাই ফোনটি নভেম্বার বা ডিসেম্বার মাসে পেশ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।