বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : শীঘ্রই iQOO তাদের iQOO Neo 10 ফোনটি ভারতে লঞ্চ করতে চলেছে। এটি মিড বাজেট রেঞ্জে iQOO Neo 9 Pro ফোনের সাক্সেসার হিসেবে পেশ করা হবে। লঞ্চ ইভেন্টের আগের কোম্পানির তাদের ফোনের অফিসিয়াল ছবি শেয়ার করেছে। এর মাধ্যমে ফোনটি Inferno Red এবং Titanium Chrome মতো দুটি আকর্ষণীয় কালার অপশনে দেখা গেছে। ব্র্যান্ডের পক্ষ থেকে ফোনের নতুন কালার অপশন দেখানো ছাড়াও ভারতের দুটি শহরের ফ্যানদের স্নিক পিক সেকশনে ইনভাইট করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iQOO Neo 10 ফোনের ডিজাইন ডিটেইলস সম্পর্কে।
iQOO Neo 10 এর ডিজাইন
iQOO Neo 10 ফোনের Inferno Red ভেরিয়েন্টে ডুয়েল টোন ফিনিশ দেওয়া হয়েছে, তবে Titanium Chrome কালার অপশনে মিনিমল ডিজাইন রয়েছে।
দুটি ভেরিয়েন্টের স্কয়ার-সার্কুলার শেপের রেয়ার ক্যামেরা মডিউলে দুটি সেন্সর রয়েছে। এই ক্যামেরা মডিউল কিছুটা উঁচু দেখা গেছে।
ফোনটিতে ফ্ল্যাট এজ ও রাউন্ডেড কর্নার ডিজাইন রয়েছে। ফোনের ব্যাক প্যানেলে iQOO ব্র্যান্ডিং দেওয়া হয়েছে, তবে দুটি ভেরিয়েন্টে আলাদা আলাদা প্লেসমেন্ট দেওয়া হয়েছে।
যেসব ইউজাররা ফোনটি দেখতে চাইছেন, iQOO India এর পক্ষ থেকে আগামী 18 মে মুম্বাই এবং মাদুরাইয়ে অনুষ্ঠিত এক্সক্লুসিভ Sneak Peek সেশনের জন্য ইনভাইট জানানো হচ্ছে। ইউজাররা এই সেশনের জন্য এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন। ফার্স্ট কাম, ফার্স্ট সার্ভ নিয়ম মেনে এই সেশন করা হবে। সেশ্নের পর একটি টীম-বার BGMI গেমিং শিডিউল আয়োজন করা হবে, এখানে টপ 3 বিজয়ী টীমকে Amazon ভাউচার দেওয়া হবে।
iQOO Neo 10 সম্পর্কে জানা গেছে…
iQOO Neo 10 ফোনটি iQOO Z10 Turbo Pro ফোনের রিব্র্যান্ড ভার্সন হতে পারে বলে মনে করা হচ্ছে। এতে Snapdragon 8s Gen 4 SoC চিপসেট দেওয়া হবে। এই চিপসেট 4nm ফেব্রিকেশনে তৈরি একটি Cortex X4 প্রাইম কোর (3.21GHz), তিনটি Cortex-A720 পারফরমেন্স কোর (3.0GHz), দুটি Cortex-A720 কোর (2.8GHz) এবং দুটি Cortex-A720 এফিসিয়েন্সি কোর (2.0GHz) রয়েছে।
iQOO Neo 9 ফোনটি ভারতে লঞ্চ করা হয়নি। এর পরিবর্তে চীনে লঞ্চ হওয়া iQOO 9 ফোনটি ভারতে iQOO Neo 9 Pro নামে পেশ করা হয়েছিল। এই ফোনে 4nm ফেব্রিকেশনে তৈরি Snapdragon 8 Gen 2 SoC দেওয়া হয়েছিল। এই চিপসেটে পুরনো Cortex কোর এবং তুলনামূলক দুর্বল Adreno 740 GPU রয়েছে।
সম্প্রতি Geekbench iQOO Neo 10 গ্লোবাল মডেল লিস্টেড হয়েছে। এতে 12GB RAM এবং Android 15 সফটওয়্যার থাকবে বলে জানা গেছে।
এটি Z10 Turbo Pro ফোনের রিব্র্যান্ড ভার্সন হলে, এতে 6.78 ইঞ্চির FHD+ 144Hz AMOLED স্ক্রিন, 50MP + 8MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ, 16MP সেলফি ক্যামেরা, 7,000mAh ব্যাটারি এবং 120W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে।
iQOO Neo 10 ফোনটি ভারতে 35,000 টাকার চেয়ে কম দামে লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।