বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : নতুন iQOO Neo 10R 5G স্মার্টফোন লঞ্চ হতে চলেছে, আর ইতিমধ্যেই এর দাম ও ফিচার লিক হয়েছে। Qualcomm Snapdragon 8s Gen 3 প্রসেসর, 12GB RAM, এবং 6,400mAh ব্যাটারি সহ এই ফোন ফেব্রুয়ারিতে ভারতীয় বাজারে আসতে পারে।
দাম ও লঞ্চ
টিপস্টার পারস গুগলানীর লিক অনুযায়ী, iQOO Neo 10R 5G ফোনটির দাম ২৫,৯৯৯ থেকে ২৯,৯৯৯ টাকার মধ্যে রাখা হতে পারে। এটি আগামী মাসে (ফেব্রুয়ারি) লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
স্পেসিফিকেশন
- প্রসেসর: 3GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 8s Gen 3
- RAM ও স্টোরেজ: 8GB/12GB RAM এবং 256GB স্টোরেজ
- ডিসপ্লে: 6.78” AMOLED প্যানেল, 144Hz রিফ্রেশ রেট, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট
- ক্যামেরা: 50MP + 8MP ডুয়েল রিয়ার ক্যামেরা, 16MP সেলফি ক্যামেরা
- ব্যাটারি ও চার্জিং: 6,400mAh ব্যাটারি, 80W ফাস্ট চার্জিং
- কালার অপশন: Blue White Slice এবং Lunar Titanium
ক্যামেরা
50MP প্রাইমারি ক্যামেরার সাথে থাকবে 8MP আল্ট্রা ওয়াইড লেন্স। সেলফির জন্য রয়েছে 16MP ক্যামেরা।
OnePlus Ace 3 Pro: 250MP ক্যামেরার সঙ্গে সেরা ফিচার নিয়ে বাজার কাঁপাচ্ছে
ব্যাটারি
পাওয়ারফুল 6,400mAh ব্যাটারিটি 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই নতুন ফোনটি iQOO Neo সিরিজের অন্যতম শক্তিশালী ডিভাইস হবে বলে মনে করা হচ্ছে। তবে কোম্পানি এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।