বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : সম্প্রতি iQOO তাদের নিয়ো 10 সিরিজের অধীনে iQOO Neo 10 এবং Neo 10 Pro স্মার্টফোনটি চীনে লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনগুলি ভারতীয় লঞ্চ সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি, কিন্তু এর আগে iQOO Neo 10R 5G ফোনটি ভারতে লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে। সম্প্রতি একটি লিকের মাধ্যমে iQOO Neo 10R 5G ফোনের দাম এবং স্পেসিফিকেশন ডিটেইলস প্রকাশ্যে এসেছে।
iQOO Neo 10R 5G এর দাম
টিপস্টার পারস গুগলানী এর মাধ্যমে iQOO Neo 10R 5G ফোনটির ডিটেইলস জানা গেছে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটি আগামী মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে ভারতীয় বাজারে লঞ্চ করা হবে। অন্যদিকে টিপস্টারের বক্তব্য অনুযায়ী iQOO Neo 10R 5G ফোনটির দাম 30 হাজার টাকা চেয়েও কম হবে। আপকামিং ফোনের দাম 25,999 টাকা থেকে 29,999 টাকার মধ্যে রাখা হতে পারে।
iQOO Neo 10R 5G এর স্পেসিফিকেশন
প্রসেসর
লিক অনুযায়ী ফোনটিতে 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 3GHz ক্লক স্পীডযুক্ত স্ন্যাপড্রাগন 8এস জেন 3 অক্টাকোর প্রসেসর দেওয়া হতে পারে।
স্টোরেজ
iQOO Neo 10R 5G ফোনটি দুটি RAM ভেরিয়েন্টে ভারতে লঞ্চ করা হতে পারে। ফোনটির বেস মডেল 8GB RAM এবং টপ মডেলে 12GB RAM দেওয়া হতে পারে। লিক অনুযায়ী এই দুটি ভেরিয়েন্টে 256GB স্টোরেজ থাকতে পারে।
ডিসপ্লে
iQOO Neo 10R 5G ফোনটি এমোলেড প্যানেল দিয়ে তৈরি 6.78 ইঞ্চির পাঞ্চ-হোল ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে। এই স্ক্রিনে 144 হার্টস রিফ্রেশ রেট এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করতে পারে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য iQOO Neo 10R 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এই ফোনটির ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল Sony LYT600 প্রাইমারি সেন্সর সহ 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হতে পারে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য আইকু নিয়ো 10আর 5জি ফোনটিতে 80 ওয়াট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 6,400এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে বলে জানা গেছে।
‘সেলস কনসালটেন্ট’ পদে ৫০ জনকে নিয়োগ দেবে ওয়ালটন, অভিজ্ঞতা ছাড়াও আবেদন
লিক অনুযায়ী iQOO Neo 10R 5G ফোনটি ভারতীয় বাজারে Blue White Slice এবং Lunar Titanium কালার অপশনে সেল করা হবে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত আপকামিং ফোনটি সম্পর্কে কোনো শেয়ার করা হয়নি। তাই প্রকাশ্যে আসা সমস্ত ডিটেইলস লিক বলে মনে করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।