বিনোদন ডেস্ক : ডাইমেনসিটি ৯০০০ প্লাস প্রসেসরে চীনের নতুন স্মার্টফোন ব্র্যান্ড আইকিউও মিড-রেঞ্জের ফোন বাজারে আনতে যাচ্ছে। চলতি মাসেই আইকিউও নিও ৭ মডেলের ফোনটি উন্মোচিত হবে। বলা হচ্ছে, ফোনটি মিড-রেঞ্জের হলেও ফ্ল্যাগশিপ ফিচারের সুবিধা মিলবে এতে। মিড-রেঞ্জের ফোন সাধারণত ৩০ হাজার টাকার মধ্যে হয়ে থাকে, ফ্ল্যাগশিপ ফোন কিনতে খরচ করতে হয় ৫০ থেকে ৭০ হাজার টাকা।
প্রযুক্তিবিষয়ক গিকবেঞ্চ বেঞ্চমার্কিং সাইটে আইকিউও নিও ৭ ফোনের কিছুু তথ্য পাওয়া গেছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, এ ফোনে অক্টা-কোর চিপসেট থাকবে- যার চারটি কোর ১.৮০ গিগাহার্টজ এবং তিনটি ২.৮৫ গিগাহার্টজ। প্রাইমারি কোরের সর্বোচ্চ ক্লক স্পিড হবে ৩.২০ গিগাহার্টজ। ১২ জিবি র্যাম এবং অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ইউজার ইন্টারফেস।
আরেকটি রিপোর্টে জানা গেছে, আইকিউও নিও ৭ ফোনে ২কে রেজুলেশনযুক্ত ই৬ অ্যামোলেড ফ্ল্যাট ডিসপ্লে থাকবে, যার রিফ্রেশ রেট হবে ১৪৪ হার্টজ। এতে সর্বাধিক ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ থাকবে। এছাড়া ডিভাইসটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা থাকতে পারে।
ফোনটিতে থাকতে পারে ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৭৬৬ভি প্রাইমারি সেন্সর, ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ১২ মেগাপিক্সেল পোট্রেট টেলিফটো লেন্স।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।