বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতে ২২ ফেব্রুয়ারি iQOO Neo 9 Pro লঞ্চ করা হবে। এর আগে কোম্পানির এই ফোনটি টিজ করার পর অফিসিয়ালি এর লঞ্চ ডেট এবং স্পেসিফিকেশন ঘোষণা করে দিয়েছে। আইকু ইন্ডিয়ার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই ফোনটিতে শক্তিশালী Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর থাকবে। এই ফোন সম্পর্কে বিস্তারিত নিচে আলোচনা করা হল।
ভারতে লঞ্চ হবে iQOO Neo 9 Pro : আগামী 22 ফেব্রুয়ারি আইকু ভারতে একটি বড় ইভেন্টের আয়োজন করতে চলেছে। এই ইভেন্টের মঞ্চেই ভারতের মার্কেটে নতুন ‘নিও’ সিরিজ পেশ করা হবে। কোম্পানি অফিসিয়ালি জানিয়ে দিয়েছে এই দিন ভারতে iQOO Neo 9 Pro লঞ্চ করা হবে। এই লঞ্চ ইভেন্ট কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পাশাপাশি শপিং সাইট আমাজনে লাইভ দেখানো হবে।
Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর : আইকু জানিয়ে দিয়েছে আপকামিং iQOO Neo 9 Pro ফোনে শক্তিশালী Qualcomm Snapdragon 8 Gen 2 চিপসেট থাকবে। জানিয়ে রাখি এই চিপসেট 1.7 মিলিওনেরও বেশি AnTuTu benchmark score পেয়েছে। কোম্পানি জানিয়ে দিয়েছে ভারতে iQOO Neo 9 Pro ফোনটি 12GB RAM + 256GB Storage এবং 8GB RAM + 256GB Storage সহ সেল করা হবে।
iQOO Neo 9 Pro এর স্পেসিফিকেশন (লিক) : ডিসপ্লে: iQOO Neo 9 Pro ফোনে 6.78 ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 2800 x 1260 পিক্সেল রেজোলিউশন, এইচডিআর10 এবং ইন্ডাস্ট্রি বেস্ট 144Hz রিফ্রেশরেট সাপোর্ট করতে পারে।
ক্যামেরা: iQOO Neo 9 Pro ফোনে OIS ফিচারযুক্ত ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এতে 50 মেগাপিক্সেল SONY IMX920 সেন্সর থাকবে। এর সঙ্গে সেকেন্ডারি 50 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর থাকতে পারে। সেলফির জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে জানা গেছে। ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য iQOO Neo 9 Pro ফোনে 120 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5160mAh ব্যাটারি যোগ করা হতে পারে।
মার্কিন সেনা নিহত, ইরানকে যেভাবে জবাব দিতে পারে যুক্তরাষ্ট্র
অন্যান্য: iQOO Neo 9 Pro ফোনে ডুয়েল 5G, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ওয়াইফাই 7, ব্লুটুথ, ইউএসবি টাইপ সি পোর্ট থাকবে। ওএস: ভারতে এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং Funtouch OS 14 এর সঙ্গে পেশ করা হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।