বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : iQOO তাদের iQOO Neo 9 এবং iQOO Neo 9 Pro স্মার্টফোন চীনে ডিসেম্বার মাসে লঞ্চ করেছিল। এরপর গত মে মাসে iQOO Neo 9s Pro স্মার্টফোন পেশ করা হয়েছিল। এবার কোম্পানি তাদের নতুন iQOO Neo 9s Pro+ স্মার্টফোন লঞ্চ করতে পারে বলে মনে করা হচ্ছে। এই স্মার্টফোন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যও প্রকাশ্যে এসেছে। একই সঙ্গে এই iQOO Z9 Turbo+ স্মার্টফোনের প্রসেসর সম্পর্কেও জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সম্প্রতি প্রকাশ্যে আসা আপকামিং ফোনের তথ্য সম্পর্কে।
iQOO Neo 9s Pro+ এর স্পেসিফিকেশন (লিক)
* টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে iQOO Neo 9s Pro+ স্মার্টফোনের গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে তথ্য শেয়ার করেছে।
* টিপস্টারের বক্তব্য অনুযায়ী আপকামিং iQOO Neo 9s Pro+ স্মার্টফোনে চীনের iQOO Neo 9 Pro মডেলের মতোই হার্ডওয়্যার থাকতে পারে। তবে চিপসেট, ব্যাটারি এবং সিকিউরিটি আপডেট হতে পারে।
* লিক অনুযায়ী এই স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট দেওয়া হতে পারে।
* এই স্মার্টফোনের আগের মডেলের চেয়ে বড়ো ব্যাটারি এবং আলট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে।
* লিকের মাধ্যমে ব্যাটারি সাইজ সম্পর্কে জানা যায়নি, কিন্তু খুব তাড়াতাড়ি এই সম্পর্কে তথ্য জানা যাবে বলে মনে করা হচ্ছে।
iQOO Neo 9s Pro+ এর সম্ভাব্য ডিটেইলস
* আগেই MIIT সার্টিফিকেশন সাইটে iQOO Neo 9s Pro+ ফোনটি V2403A মডেল নাম্বার সহ দেখা গিয়েছিল।
* এই ফোনে 6.78 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে বলে জানা গেছে।
* এই স্মার্টফোনটি 50MP ডুয়াল ক্যামেরা সেটআপ সহ লঞ্চ করা হতে পারে।
* পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 120W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হতে পারে।
* আপকামিং iQOO Neo 9s Pro+ স্মার্টফোনটি জুলাই মাসে চীনে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। কিন্তু বর্তমানে সঠিক লঞ্চ ডেট জানার জন্য অপেক্ষা করতে হবে।
প্রেমিকাকে খুশি রাখার কার্যকরী উপায়, কাজ করবে মুহুর্তের মধ্যে
iQOO Z9 Turbo+ এর ডিটেইলস (লিক)
লিক মাধ্যমে iQOO Neo 9S Pro+ স্মার্টফোনের সঙ্গে iQOO Z9 Turbo+ ফোন সম্পর্কেও জানা গেছে। এই ফোনে MediaTek Dimensity 9300+ চিপসেট সহ বাজারে লঞ্চ করা হতে পারে। তাই এই ফোনটি সিরিজের সবচেয়ে শক্তিশালী ফোন হবে বলে মনে করা হচ্ছে। তবে কম দামের iQOO Z9 Turbo ফোনটি স্ন্যাপড্রাগন 8এস জেন 3 চিপসেট সহ লঞ্চ করা হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।