বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বাইরে থেকে সব বাজেট স্মার্টফোনকেই দেখতে একই রকম লাগে। বিশেষ করে ভারতে ১৫ হাজার রুপির কম দামের ফোনে খুব ভালো ডিজাইন ও ফিচার্স দেখা যায় না। তবে সেই ধারনা বদলে দিতে সম্প্রতি লঞ্চ হয়েছে iQOO Z6 Lite। মূলত কম দামে গ্রাহকের হাতে গেমিং ফোন তুলে দেওয়ার জন্য জনপ্রিয়তা পেয়েছে এই চিনা ব্র্যান্ডটি। এই ফোনেও ব্যবহার হয়েছে সম্পূর্ণ নতুন Snapdragon 4 Gen 1 চিপসেট। যা আগে কোন স্মার্টফোনে দেখা যায়নি। 15,000 টাকার কম দামে প্রিমিয়াম ডিজাইনের এই ফোনে কেমন পারফরম্যান্স পাওয়া গেল?
iQOO Z6 -এর সঙ্গে iQOO Z6 Lite -এর ডিজাইনে খুব বেশি পার্থক্য নেই। ফোনের পিছনে রয়েছে দুটি বিশাল ক্যামেরা হাম্প। দিনের আলোতে এই ফোনের রঙ কিছুটা বদল হয়। 15,000 টাকার কম দামে খুব কম ফোনেই এত প্রিমিয়াম ডিজাইন দেখা যায়। যদিও ফোনের পিছনে প্লাস্টিক ফিনিশ দেখা গিয়েছে। এই ফোনের ওজন 194 গ্রাম। মাত্র 8.25 mm পুরু এই ফোন খুব সহজেই এক হাতে ব্যবহার করা যাবে।
বাজেট সেগমেন্টের ফোন হলেই iQOO Z6 Lite -তে থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে। এই ফোনে 6.58 ইঞ্চি HD+ LCD ডিসপ্লে দিয়েছে iQoo। সেখানে 120 Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে। সঙ্গে থাকছে 240 Hz টাচ স্যাম্পলিং রেট। যদিও এই দামে কিছু ফোনে AMOLED ডিসপ্লে পাওয়া যায়। যদিও এই ডিসপ্লে দিনের আলোতে দেখতে কোন সমস্যা হবে না। হাই রিফ্রেশ রেটের কারণে অ্যানিমেশন ও গেমিংয়ে দুর্দান্ত অভিজ্ঞতা হবে।
এই ফোনে রয়েছে Snapdragon 4 Gen 1 চিপসেট। এই প্রথম কোন ফোনে এই চিপসেট ব্যবহার হল। রোজকার কাজে এই ফোনে কোন ল্যাগ দেখা যাবে না। ছোটখাটো গেমিংয়েও চালো পারফরম্যান্স পাওয়া যাবে। COD: Mobile, Apex Legends ও Asphalt 9 -এর মতো হাই গ্রাফিক্স গেম এই ফোনে খেলতে সমস্যা হবে না। তবে সব গেম লো অথবা মিডিয়াম গ্রাফিক্সে খেলতে হবে।
Vivo-র সাব ব্র্যান্ড হওয়া কারণে iQOO Z6 Lite -এ Android 12 অপারেটিং সিস্টেমের উপরে চলবে সংস্থার FunTouch OS 12 স্কিন। Josh, Moj সহ একাধিক অ্যাপ এই ফোনে আগে থেকেই ইনস্টল থাকবে। এই ফোনে একটি স্পিকার ব্যবহার হয়েছে। যদিও থাকছে 3.5 mm হেডফোন জ্যাক। পাবেন 5G সাপোর্ট।
ক্যামেরা দেখে ভুল বুঝবেন না। এই ফোনে ট্রিপল ক্যামেরা নয়, থাকছে ডুয়াল ক্যামেরা। 50 MP প্রাইমারি ক্যামেরার সঙ্গেই পাবেন 2 MP ম্যাক্রো ক্যামেরা। কোন ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থাকছে না। দিনের আলোতে এই ফোনে ভালো ছবি উঠবে। যদিও আলো কমলেই ক্যামেরার সমস্যা সামনে আসবে। অন্যান্য বাজেট ফোনের মতোই কম আলোতে iQOO Z6 Lite -এর ছবি আপনাকে হতাশ করবে। 50 MP প্রাইমারি ক্যামেরা ছাড়া 2 MP ম্যাক্রো ক্যামেরা খুব বেশি কাজে লাগবে না। সেলফি তোলার জন্য রয়েছে 8 MP ক্যামেরা। দিনের আলোতে উজ্জ্বল সেলফি উঠবে। যদিও আলো কমলে সেলফি ক্যামেরার ফোকাসিংয়ে সমস্যা দেখা যাবে। সামনে ও পিছনের ক্যামেরার লো লাইট ফটোগ্রাফি আরও ভাল হতে পারত।
iQOO Z6 Lite -এ রয়েছে 5,000 mAh ব্যাটারি। এক চার্জে অনায়াসে সারাদিন চলবে এই ফোন। সঙ্গে রয়েছে 18 W ফাস্ট চার্জ সাপোর্ট। 2 ঘণ্টায় এই ফোনের ব্যাটারি 0-100 শতাংশ চার্জ হবে। তবে ফোনের সঙ্গে 33 W চার্জিং সাপোর্ট দিতে পারত iQoo।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।