বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : 5G স্মার্টফোনের বাজারে আরও এক দমদার হ্যান্ডসেট নিয়ে হাজির হতে চলেছে আইকিউ। চলতি মাসেই লঞ্চ হবে iQOO Z7 Pro 5G স্মার্টফোন। যা সম্প্রতি লঞ্চ হওয়া iQOO Z7-এর উত্তরসুরী হিসাবে বাজারে দখল জমাবে। লঞ্চ হতে বেশ কিছুদিন বাকি থাকলেও ফোনের ফিচার্স ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়াতে চর্চা শুরু নতুন ফোন নিয়ে।
ওয়ানপ্লাস, স্যামসাং, রেডমিদের টেক্কা দিতে কী কী সুবিধা রাখছে আইকিউ? প্রথমেই বলে রাখি এটি একটি 5G স্মার্টফোন। সুতরাং, এন্ট্রি লেভেল ফিচার্স এতে পাবেন না। একাধিক হাই-এন্ড স্পেসিফিকেশন দেখা যেতে পারে মোবাইলে। যেমন – 64 মেগাপিক্সেল ক্যামেরা, 66 ওয়াট ফাস্ট চার্জিং ইত্যাদি।
iQOO Z7 Pro-এর সম্ভাব্য দাম?
মিড-রেঞ্জ স্মার্টফোন হিসাবে আত্মপ্রকাশ হবে এই মোবাইলের। দাম থাকতে পারে 25,000 টাকার মধ্যে। ভারতে স্মার্টফোন আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হলে তার ইতিবৃত্ত সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। আপাতত পাওয়া খবর অনুযায়ী, এটি 31 অগাস্ট ভারতে লঞ্চ হবে।
কোন ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে কিনতে হবে? এর আগে iQOO Z7 5G লঞ্চ হয়েছিল ই-কমার্স সাইট অ্যামাজনে। সুতরাং আশা করা যায় এই স্মার্টফোনটিও একই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হবে।
iQOO Z7 Pro 5G-এর সম্ভাব্য স্পেকস
এই স্মার্টফোনে অন্যতম চমক হতে পারে কার্ভড ডিসপ্লে সঙ্গে হোল পাঁচ ডিজাইন। এমনকি নেটমহলের দাবি, পেনসিলের থেকেও পাতলা হবে এটি। ব্যাক প্যানেলে দুটি ক্যামেরা লেন্স দেখা যেতে পারে। যার মধ্যে মূল ক্যামেরা 64 মেগাপিক্সেল হতে পারে বলে দাবি করা হয়েছে। যদিও সংস্থা এখনও নিশ্চিত কিছু জানায়নি।
স্মার্টফোনের মিলবে MediaTek Dimensity 7200 প্রসেসর। যা 12GB পর্যন্ত র্যাম এবং 256GB পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজ সাপোর্ট করবে। অপারেটিং সিস্টেম মিলবে অ্যান্ড্রয়েড 13। এতে 6.78 ইঞ্চি AMOLED ডিসপ্লে পেতে পারেন ইউজাররা।
ব্যাটারির ক্ষেত্রে থাকতে পারে 4,600mAh ক্যাপাসিটি এবং 80 ওয়াট ফাস্ট চার্জিং। ফোন আনলক করার জন্য আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে এই ফোনে। কানেক্টিভিটির ক্ষেত্রে এতে মিলবে 5G কানেক্টিভিটি, USB টাইপ-সি পোর্ট।
স্মার্টফোনের বিস্তারিত স্পেকস সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যাবে 31 আগস্ট। তাই মিড-রেঞ্জ স্মার্টফোনের মধ্যে যারা ফিচার প্যাকড 5G হ্যান্ডসেট কেনার পরিকল্পনা নিচ্ছেন তাদের আরও বেশ কিছু দিন অপেক্ষা করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।