বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা দামে শক্তিশালী পারফরম্যান্স এবং 3D কার্ভড AMOLED ডিসপ্লে সহ স্মার্টফোন খুঁজছেন তবে iQOO Z7 Pro 5G একটি ভাল বিকল্প হতে পারে। আইকিউ জি7 প্রো ফোনটি এ্যামাজন সাইটে দুর্দান্ত ডিসকাউন্টের সাথে বিক্রি হচ্ছে। ফোনের দাম কমে এটি 18000 টাকার দামে কেনা যাবে।
আসুন জেনে নেওয়া যাক আইকিউ ফোনটি কত টাকা সস্তায় কেনা যাবে।
iQOO Z7 Pro 5G ফোনের নতুন দাম কত : iQOO Z7 Pro 5G ফোনটি অ্যামাজন সাইটে মাত্র 18,999 টাকায় লিস্ট করা হয়েছে। এটি ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম। এছাড়া কোম্পানি ফোনে ব্যাঙ্ক অফারও দিচ্ছে।
গ্রাহকরা তাদের পুরনো ফোন এক্সচেঞ্জ করাতে পারেন। এক্সচেঞ্জ অফারে আইকিউ নতুন ফোনটি 17,100 টাকা পর্যন্ত সস্তা হতে পারে। বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ডিভাইসের অবস্থা এবং মডেলের উপর নির্ভর করবে।
iQOO Z7 Pro 5G ফোনের স্পেসিফিকেশন : কোম্পানি এই ফোনে 6.78-ইঞ্চির ফুল HD+ 3D কার্ভড AMOLED ডিসপ্লে দেওয়া। এটি 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিসপ্লের পিক ব্রাইটনেস 1300 দেওয়া।
প্রসেসর হিসেবে আইকিউ ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 চিপসেটে কাজ করে। ফটোগ্রাফির ক্ষেত্রে আইকিউ জি7 প্রো 5জি ফোনের রিয়ারে ওরা লাইট সগ 64MP মেইন ক্যামেরা দেওয়া। এটি আরও 2MP সেন্সর সহ পেয়ার করা হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
দুর্দান্ত ফিচার নিয়ে বাজার কাঁপাচ্ছে Infinix GT 20 Pro এবং GT Book ল্যাপটপ
পাওয়ার দিতে আইকিউ ফোনে 4600mAh এর ব্যাটারি পাওয়া যাবে। এটি 66W এর ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অপারেটিং সিস্টাম হিসেবে ফোনটি Android 13 ভিত্তিক Funtouch OS 13 এর সাথে কাজ করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।