বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : iQOO গতকাল ভারতে iQOO Z7 Pro 5G স্মার্টফোন পেশ করেছে। এর সঙ্গে কোম্পানি চীনে তাদের Z8 সিরিজের অধীনে iQOO Z8 এবং iQOO Z8x ফোনদুটি লঞ্চ করেছে। এই দুটি ফোনেই সুন্দর ডিজাইনের সঙ্গে অসাধারণ ফিচার যোগ করা হয়েছে। জানিয়ে রাখি শক্তিশালী স্পেসিফিকেশন থাকা স্বত্বেও ফোনের দাম বাজেট রেঞ্জেই রাখা হয়েছে। এই পোস্টে লেটেস্ট iQOO Z8 এবং iQOO Z8x ফোনদুটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশ সম্পর্কে আলোচনা করা হল। আরও পড়ুন: লঞ্চের আগে লিক হল Motorola Edge 40 Neo এর ভিডিও, দেখে নিন কেমন হবে ফোনটি
iQOO Z8 এর দাম : কোম্পানি চীনের মার্কেটে তাদের Z8 সিরিজের এই ফোনটি তিনটি স্টোরেজ অপশনে পেশ করেছে। iQOO Z8 ফোনের 8GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম CNY 1699 অর্থাৎ প্রায় 19,000 টাকা রেখেছে। ফোনটির 12GB RAM + 256GB মেমরি ভেরিয়েন্টটি CNY 1799 অর্থাৎ প্রায় 21,000 টাকা দামে পেশ করেছে।
ফোনটির টপ মডেল 12GB RAM + 512GB স্টোরেজ মডেল CNY 1999 অর্থাৎ প্রায় 23,000 টাকা দামে লঞ্চ করা হয়েছে। Z8 সিরিজের উভয় স্মার্টফোন মুন পোর্সেলিন হোয়াইট, হোশিনো গ্রীন এবং শাওয়ে ব্ল্যাক কালারে পেশ করা হয়েছে।
iQOO Z8x এর দাম : iQOO Z8x ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট CNY 1299 অর্থাৎ প্রায় 15,000 টাকা দামে পেশ করা হয়েছে। ফোনটির 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট CNY 1399 অর্থাৎ প্রায় 16,000 টাকা দামে পেশ করা হয়েছে।
ফোনটির টপ মডেল 12GB RAM + 256GB স্টোরেজ সহ CNY 1499 অর্থাৎ প্রায় 17,300 টাকা দামে পেশ করা হয়েছে। আগামী 7 সেপ্টেম্বর থেকে উভয় স্মার্টফোনের সেল শুরু হবে। তবে প্রিবুকিং গতকাল থেকেই শুরু হয়ে গেছে।
iQOO Z8 এর স্পেসিফিকেশন : ডিসপ্লে: iQOO Z8 ফোনটিতে 6.64 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে ফুল এইচডি+ রেজলিউশন এবং 120Hz রিফ্রেশরেট সাপোর্টেড পাঞ্চ হোল ডিজাইন রয়েছে। প্রসেসর: iQOO Z8 ফোনে ডায়মেনসিটি 8200 প্রসেসর এবং মালী-G610 MC6 জিপিইউ যোগ করা হয়েছে। স্টোরেজ: এই ফোনে 12GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে। ক্যামেরা: এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে OIS ফিচারযুক্ত 64MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP ডেপ্থ সেন্সর রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও লের জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। ব্যাটারি: iQOO Z8 ফোনটিতে 5,000mAh ব্যাটারি এবং 120W ফাস্ট চার্জিং টেকনোলজি দেওয়া হয়েছে। অন্যান্য: এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল সিম 5G এবং ওয়াইফাই এর মতো প্রয়োজনীয় ফিচার রয়েছে। ওএস: iQOO Z8 ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং অরিজিন ওএস 3.0 এ কাজ করে।
iQOO Z8x এর স্পেসিফিকেশন : ডিসপ্লে: iQOO Z8x ফোনেও 6.64 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে ফুল এইচডি+ রেজলিউশন এবং 120Hz রিফ্রেশরেট সাপোর্টেড পাঞ্চ হোল ডিজাইন রয়েছে। প্রসেসর: কোম্পানি এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 চিপসেট এবং মালী-জি610 এমটি6 জিপিইউ যোগ করা হয়েছে। স্টোরেজ: এই ফোনে 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। ক্যামেরা: এতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP বোকেহ লেন্স যোগ করা হয়েছে। একইভাবে এই ফোনে সেলফি এবং ভিডিও কলের জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ব্যাটারি: এই ডিভাইসে 6,000mAh ব্যাটারি এবং 44W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। ওএস: iQOO Z8x ফোনটিও অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং অরিজিন ওএস 3.0 এ রান করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।