বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বর্তমানে iQOO তাদের নতুন iQOO Z9 Turbo+ স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। চীনের 3C সার্টিফিকেশন সাইটে ফোনটি লিস্টেড হয়েছে। এই ফোনটি বিশেষত্ব হল এতে শক্তিশালী চার্জিং ফিচার দেওয়া হবে বলে জানা গেছে।
এর সঙ্গে গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে। এই আপকামিং ফোনটি সেপ্টেম্বার বা অক্টোবার মাসে চীনে লঞ্চ করা হতে পারে বলে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং ফোনটি সম্প্রতি লিস্টিং এবং লিক স্পেসিফিকেশন সম্পর্কে।
iQOO Z9 Turbo Plus এর 3C লিস্টিং : 3C সার্টিফিকেশন সাইটে iQOO এর আপকামিং iQOO Z9 Turbo+ স্মার্টফোনটি লিস্টেড হয়েছে। স্মার্টফোনটি V8073L0A1-CN / V8073L0E0-CN / V8073L0A1-CN চার্জার সহ লঞ্চ করা হতে পারে।
V9082L0A1-CN চার্জার 90W চার্জিঙের জন্য বলে জানানো হয়েছে। তবে লিক অনুযায়ী 80W চার্জিং সাপোর্ট দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
iQOO Z9 Turbo+ এর স্পেসিফিকেশন (লিক) : টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে আপকামিং স্মার্টফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন শেয়ার করেছেন।
ডিসপ্লে: iQOO Z9 Turbo+ স্মার্টফোনটিতে 144Hz রিফ্রেশ রেট সহ 6.78-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হতে পারে। এই আপামিং ফোনটিতে অপ্টিকল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে বলে জানা গেছে।
প্রসেসর: iQOO Z9 Turbo Plus স্মার্টফোনটিতে MediaTek Dimensity 9300+ চিপসেট দেওয়া হতে পারে। এই বেস মডেল টার্বোতে Snapdragon 8s Gen 3 সহ লঞ্চ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনটিতে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
ক্যামেরা: ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই সেটআপে 50মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল অন্য লেন্স থাকতে পারে। অন্যদিকে সেলফি জন্য এই ফোনটিতে 16MP লেন্স যোগ করা হতে পারে।
iQOO Z9 Turbo এর স্পেসিফিকেশন : ডিসপ্লে: এই বছর এপ্রিল মাসে লঞ্চ হওয়া QOO Z9 Turbo ফোনটিতে 2800 × 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির 1.5 এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট এবং 3840Hz PWM ডিমিং ও 4500 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর: কোম্পানি এই টার্বো ফোনটিতে প্রসেসিঙের জন্য 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8এস জেন 3 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। স্টোরেজ: কোম্পানির এই ফোনটিতে স্টোরেজের জন্য 12জিবি ও 16জিবি LPDDR5x RAM এবং 256 জিবি ও 512 জিবি UFS 4.0 স্টোরেজ দেওয়া হয়েছে।
ক্যামেরা: iQOO Z9 Turbo ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরা সেটআপে OIS ফিচারযুক্ত এফ/1.79 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল Sony LYT-600 প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। অন্যদিকে সেলফি তোলার জন্য 16 মাগাপিক্সেল সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে।
লজ্জার সীমা অতিক্রম করে করলেন গৃহবধূ, রিলিজ হলো উল্লুর নতুন ওয়েব সিরিজ
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Z9 Turbo ফোনটিতে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।