বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : কোয়ালকম (Qualcomm) চলতি মাসেই তাদের একটি নতুন ফ্ল্যাগশিপ-গ্রেড চিপ উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে, যার মডেল নম্বর SM8635 বলে জানা গেছে। অফিশিয়াল নাম ঘোষণা না হওয়া পর্যন্ত এই চিপটিকে Snapdragon 8s Gen 3 বলা হচ্ছে। অনুমান করা হচ্ছে যে, Xiaomi Civi 4, Redmi Note 13 Turbo, Realme GT Neo 6 ও Vivo Pad 3 ট্যাবলেটের পাশাপাশি iQOO Neo 9 সিরিজের একটি ফোনে ওই প্রসেসরটি ব্যবহার করা হবে। আর এখন, এক সুপরিচিত টিপস্টার iQOO Neo 9 সিরিজের আপকামিং ফোনটির ডিসপ্লে এবং ক্যামেরা সম্পর্কিত কিছু আকর্ষণীয় তথ্য ফাঁস করেছেন।
iQOO Neo 9 Racing Edition-এর স্পেসিফিকেশন ফাঁস
গত বছর ডিসেম্বরে, আইকো চীনে স্ন্যাপড্রাগন ৮ জেন ২-চালিত আইকো নিও ৯ এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ চিপের সাথে নিও ৯ প্রো লঞ্চ করেছিল। পূর্বসূরি নিও ৮ সিরিজে দুটি মডেল ছিল – স্ট্যান্ডার্ড আইকো নিও ৮ এবং আইকো নিও ৮ প্রো। তবে, ২০২২ সালে লঞ্চ হওয়া নিও ৭ সিরিজে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্লাস প্রসেসর সহ রেগুলার নিও ৭, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১-এর সাথে নিও ৭ রেসিং এডিশন এবং ডাইমেনসিটি ৮২০০ প্রসেসর যুক্তি নিও ৭ এসই সহ তিনটি মডেল বর্তমান। আর ইন্টারনেটে ঘুরে বেড়ানোর তথ্যগুলি ইঙ্গিত করছে যে, নিও-ব্র্যান্ডের আইকো ফোনটি আইকো নিও ৯ রেসিং এডিশন বলা হতে পারে।
ডিজিটাল চ্যাট স্টেশন (DCS)-এর ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট) পোস্টের ওপর ভিত্তি করে বলা যেতে পারে যে, আইকো নিও ৯ রেসিং এডিশনটি ৬.৭৮ ইঞ্চির ফ্ল্যাট ওলেড এলটিপিও (OLED LTPO) ডিসপ্লের সাথে আসবে, যা ১.৫কে রেজোলিউশন (২,৮০০ x ১,২৬০ পিক্সেল), ১৪৪ হার্টজ উচ্চ রিফ্রেশ রেট এবং ২,১৬০ হার্টজ পর্যন্ত পিডাব্লিউএম ডিমিং অফার করবে। ফটোগ্রাফির জন্য, ডিভাইসটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ডুয়েল-ক্যামেরা সিস্টেম অফার করবে। সম্ভবত, ফোনটির কিছু স্পেসিফিকেশন স্ট্যান্ডার্ড আইকো নিও ৯-এর মতোই হতে পারে।
Samsung Galaxy A35 5G লঞ্চের আগেই দেখে নিন স্পেসিফিকেশন, লঞ্চ ১১ মার্চ
এর আগে টিপস্টার দাবি করেছিলেন যে, Snapdragon 8s Gen 3-চালিত ফোনটিতে ১৬ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫এক্স র্যাম এবং ১ টিবি ইউএফএস ৪.০ স্টোরেজ মিলবে। ডিভাইসটিতে প্লাস্টিকের ফ্রেম থাকবে এবং ১২০ হার্টজ ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বড় ব্যাটারি অফার করবে। iQOO Neo 9 Racing Edition আগামী মাসে অর্থাৎ এপ্রিলে হোম মার্কেটে পা রাখবে বলে আশা করা হচ্ছে। তবে ডিভাইসটি বিশ্ব বাজারে প্রবেশ করবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।