বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অবশেষে iQOO 12 5G স্মার্টফোন লঞ্চ হল ভারতে। পাওয়ারফুল এই ফোনের ইঙ্গিত অনেকদিন আগেই দিয়ে রেখেছিল সংস্থা। মঙ্গলবার ভারতে অফিশিয়ালি এই হাই-এন্ড স্মার্টফোন লঞ্চ করল আইকিউ। দুরন্ত ক্যামেরা-সহ এতে রয়েছে বেশ কিছু লেটেস্ট ফিচার। যেমন অ্যান্ড্রয়েড 14 এবং Snapfdragon 8 Gen 3 প্রসেসর। আর কী ফিচার্স ও স্পেসিফিকেশন রয়েছে জেনে নিন।
আইকিউ’র এই স্মার্টফোন নিয়ে নানা মহলে চর্চা শুরু হয়েছিল। অবশেষে আনুষ্ঠানিক ভাবে iQOO 12 5G লঞ্চ করেছে সংস্থাটি। গুচ্ছের ফিচার্স এবং পাওয়ারফুল ব্যাটারি প্যাক-সহ দেশের বাজারে হাজির হয়েছে এই ডিভাইস। থাকছে লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম এবং Snapdragon 8 Ge 3 প্রসেসর।
প্রসেসর ও অপারেটিং সিস্টেমের পাশাপাশি স্মার্টফোনের ক্যামেরা এবং ব্যাটারিতেও চমক দিয়েছে সংস্থা। থাকছে 64 মেগাপিক্সেল টেলিফটো লেন্স। অ্যাস্ট্রোফটোগ্রাফি এবং সুপারমুন মোডে তোলা যাবে ছবি, মিলবে 3x অপটিকাল জুম।
স্মার্টফোনের দাম কত?
আইকিউ 12 স্মার্টফোনের 12GB ব়্যাম ও 256GB ভ্য়ারিয়েন্টের দাম 52,999 টাকা এবং 16GB ব়্যাম ও 512GB ভ্যারিয়েন্টের দাম 57,999 টাকা। এই স্মার্টফোন 14 ডিসেম্বর থেকে অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন এবং সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে।
ফোনের সঙ্গে 3,000 টাকা ছাড়ের অফার রেখেছে HDFC এবং ICICI ব্যাঙ্ক। এই দুই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে স্মার্টফোন কিনলে 3,000 টাকা ছাড় পাওয়া যাবে।
স্মার্টফোনের ফিচার্স এবং স্পেসিফিকেশন
BMW Motorsport থিমের উপর ভিত্তি করে এই ফোন ডিজাইন করেছে আইকিউ। থাকছে 6.78 ইঞ্চি LTPO AMOLED 1.5K ডিসপ্লে সঙ্গে 144hz রিফ্রেস রেট। ফোনের পিক ব্রাইটনেস 3000 নিটস। নিরাপত্তার জন্য মিলবে ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক।
ফোনে প্রসেসর ও অপারেটিং সিস্টেম রয়েছে অ্যান্ড্রয়েড 14 (যা এখন শুধু গুগল পিক্সেল 8 সিরিজেই পাওয়া যায়) এবং Snapdragon 8 Gen 3 চিপসেট। সংস্থা জানিয়েছে, এই ফোনে 4 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। ফোনে সর্বাধিক 16GB ব়্যাম এবং 512GB পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজ পাওয়া যাবে।
ক্যামেরার ক্ষেত্রে মিলবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। থাকছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (অপটিকাল ইমেজ স্টেবিলাইজেসন), 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 64 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স। এই ক্যামেরা সেটআপ দিয়ে 3X পর্যন্ত অপটিকাল জুম এবং 100X পর্যন্ত ডিজিটাল জুম করা যাবে। সেলফি ও ভিডিয়ো কলের জন্য ফোনের সামনে মিলবে 16 মেগাপিক্সেল ক্যামেরা।
স্মার্টফোনের ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে 5000mAh সঙ্গে 120W ফাস্ট চার্জিং প্রযুক্তি। ভারতে ওয়ানপ্লাস, স্যামসাং এবং পিক্সেল সিরিজকে টেক্কা দিতে চলেছে এই স্মার্টফোন। কানেক্টিভিটির ক্ষেত্রে রয়েছে 5G, 4G Volte, ইউএসবি টাইপ-সি পোর্ট, ওয়াই-ফাই 802 এবং ব্লুটুথ 5.4।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।