সমালোচনার এ কেমন পাল্টা জবাব দিলেন আমিরকন্যা ইরা

বিনোদন ডেস্ক: আমির খানের মেয়ে ইরা খান। ইদানিং বিতর্কিত কাজ করে আলোচনায় আসছেন তিনি। সম্প্রতি ২৫ বছরে পা রেখেছেন তিনি। বাবা আমির খান, মা রিনা দত্ত এবং সৎ ভাই আজাদ খানের সামনে কেক কেটে জন্মদিন উদযাপন করেন ইরা। এরপরই নুপূর শিখর এবং অন্যান্য বন্ধুদের সঙ্গে জন্মদিন পার্টিতে মেতে উঠতে দেখা গিয়েছে তাকে। বিকিনি পরে কেক কাটার ছবি শেয়ার করতেই সমালোচনার শিকার হন ইরা।

বাবা এবং মায়ের সামনে বিকিনি পরে কেক কেটেছেন ইরা। তার কেক কাটার ছবি নিয়ে নেটদুনিয়া তোলপাড়। ছবিতে মাল্টি কালারের বিকিনি পরে কেক কাটতে দেখা গিয়েছে আমির কন্যাকে। এই নিয়ে আপত্তি প্রকাশ করেন একাংশ নেটিজেন। সমালোচানা করেছেন অনেকেই। এরপরই সমালোচকদের পালটা জবাব দিতে ভোলেননি আমির কন্যা।

 

View this post on Instagram

 

A post shared by Ira Khan (@khan.ira)


শনিবার ইনস্টাগ্রামে জন্মদিনের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন ইরা। ছবিতে বন্ধু এবং প্রেমিক নূপুর শিখরের সঙ্গে পুল পার্টিতে মত্ত থাকতে দেখা গিয়েছে তাকে। পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘যারা আমার জন্মদিনের ছবিগুলি দেখে ঘৃণা ও ট্রোল করেছেন। তাদের জন্য আরও কিছু ছবি দিলাম!’

আমির খানের ‘দঙ্গল’-এর সহ অভিনেত্রী ফতিমা সানা শেখের সঙ্গে ছবি শেয়ার করেছেন ইরা। ফতিমার গালে চুমু খেতে দেখা গিয়েছে আমির কন্যাকে।

 

View this post on Instagram

 

A post shared by Ira Khan (@khan.ira)


ইরার সমালোচনাকারীদের বিরুদ্ধে নেটমাধ্যমে মুখ খুলেছিলেন গায়িকা সোনা মহাপাত্র। তিনি লিখেছিলেন, ‘ইরা খানের পছন্দের পোশাক। অথবা আমির খানকে টেনে এনে আর যাই বলুন না কেন, যারা মন্তব্য করছেন দয়া করে নোট করুন। ইরার বয়স ২৫ বছর। একজন মুক্ত, চিন্তাশীল, প্রাপ্তবয়স্ক নারী। ও নিজের পছন্দগুলি করছে। ওর বাবার বা আপনার অনুমোদনের প্রয়োজন নেই। গুঞ্জন বন্ধ হোক।

পল্লবীর অনুপস্থিতিতে ফ্ল্যাটে অন্য মেয়েকে আনতেন প্রেমিক!