ইরানে সরকার ঘোষিত দেশব্যাপী ইন্টারনেট বন্ধের সময়সীমা টানা ১৩২ ঘণ্টা ছাড়িয়েছে। বুধবার একটি আন্তর্জাতিক ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা এ তথ্য জানিয়েছে বলে জানিয়েছে ফরাসি বার্তাসংস্থা এএফপি।

মানবাধিকারকর্মীরা আশঙ্কা করছেন, চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানের প্রকৃত চিত্র বাইরে ছড়িয়ে পড়া ঠেকাতেই এই দীর্ঘ ইন্টারনেট শাটডাউন কার্যকর রাখা হয়েছে।
ইন্টারনেট নজরদারি সংস্থা নেটব্লকস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, তাদের পরিমাপ অনুযায়ী নতুন দিন শুরু হলেও ইরান এখনো কার্যত অফলাইনে রয়েছে। দেশজুড়ে এক ধরনের ‘ডিজিটাল অন্ধকার’ বিরাজ করছে।
ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় দেশটির ভেতরের পরিস্থিতি সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে। একই সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


