আন্তর্জাতিক ডেস্ক : ইরানের মাশহাদ শহরে একটি মোটরসাইকেল ও টায়ার কারখানাতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরপর সেখান থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা যায়।
রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করা ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের পর ওই ফ্যাক্টরি থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। এখন পর্যন্ত বিস্ফোরণের কারণ জানা যায়নি। এছাড়া ইরানের কোনো কর্মকর্তা এ ঘটনায় কোনো বিবৃতি দেননি। খবর আলবাওয়াবা
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী ইসরাতকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা
এর আগে গত ২৬ এপ্রিল ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসের বন্দরে বিস্ফোরণের ঘটনা ঘটে। ভয়াবহ ওই বিস্ফোরণে এখন পর্যন্ত ৭০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন পাঁচশর বেশি মানুষ।মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানায়, একটি শিপিং কনটেইনারে থাকা রাসায়নিক থেকে আগুনের সূত্রপাত হয়। যেটির প্রভাবে পরবর্তীতে সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।