আন্তর্জাতিক ডেস্ক : ইরানে হামলা শেষ হয়েছে বলে ঘোষণা দিয়েছে ইসরায়েল।তাদের দাবি, অভিযান শেষে সফলভাবে তাদের যুদ্ধবিমান দেশে ফিরে গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
ইরান মাসখানেক আগেই ইসরায়েলে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল। এরপর থেকেই মূলত ইরানে ইসরায়েল হামলা করতে পারে বলে মনে করা হচ্ছিলো।
ইসরায়েলের সামরিক বাহিনী বলছে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর ইরান এবং ওই অঞ্চল জুড়ে তাদের ছায়া সহযোগী বিরামহীন হামলার জবাব দেয়ার অধিকার বিশ্বের অন্য সব সার্বভৌম দেশের মতো ইসরায়েল রাষ্ট্রেরও আছে।
ইরানের ক্ষেপণাস্ত্র নির্মাণ স্থাপনায় আঘাত আনার দাবি করেছে ইসরায়েল। ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে তাদের সামরিক স্থাপনায় ইসরায়েল হামলা চালিয়েছে।ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানায়, গত বছর ইসরায়েলে যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান, তা এখান থেকেই তৈরি করা হয়েছিল। সেই স্থাপনা লক্ষ্য করেই হামলা চালিয়েছে তারা।
আর ইরানের আকাশ প্রতিরক্ষাবাহিনী জানায়, তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশে হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে। তবে কিছু অঞ্চলে সীমিত আকারের ক্ষতি হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।