আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত এক ইসরায়েলি নারী শনিবার ভোরে মারা গেছেন। এছাড়া আবাসিক এলাকায় হামলায় দুজন নিহত হয়েছে। খবর জেরুজালেম পোস্টের।
ইসরায়েলের দুই দফা হামলার জবাবে শুক্রবার রাতে শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপর ইসরায়েলের গুশ দান এলাকায় ১০২ জরুরি হটলাইনে অসংখ্য কল আসার কথা জানিয়েছে দেশটির ফায়ার অ্যান্ড রেসকিউ অথরিটি।
ইরানের হামলায় শনিবার সকাল পর্যন্ত ইসরায়েলে ৩ জন নিহত হওয়া ছাড়াও, আরো ১৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ইসরায়েলি হাসপাতাল থেকে সরকারি বিবৃতি অনুসারে, আহতদের বেশিরভাগকে শেবা, ইচিলভ, বেইলিনসন, উলফসন, কাপলান এবং শামির হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বেইলিনসন হাসপাতালে ১৮ জন আহতকে ভর্তি করা হয়েছে, যার মধ্যে একজন মাঝারি আহত এবং ১৭ জন হালকা আহত হয়েছে। কাপলান হাসপাতালে নয়জন আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে, যাদের সবাই হালকা আহত।
হলনের উলফসন মেডিকেল সেন্টারে ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে দুজন মাঝারি অবস্থায় এবং ১৭ জন হালকা অবস্থায় রয়েছে। তেল আবিব সৌরাস্কি মেডিকেল সেন্টারে ৫২ জন আহতকে ভর্তি করা হয়েছে, যার মধ্যে একজন মাঝারি আহত এবং ছয়জন হালকা আহত।
শামির মেডিকেল সেন্টারে আরো ছয়জন আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে পাচজনের অবস্থা মাঝারি এবং একজনের অবস্থা হালকা । তেল হাশোমের শেবা মেডিকেল সেন্টারে ৫১ জন আহত ভর্তি হয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর, সাতজনের অবস্থা মাঝারি এবং ৪৩ জন হালকা আহত, যাদের মধ্যে ২৯ জনকে ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে।
ফায়ার অ্যান্ড রেসকিউ অথরিটি জানিয়েছে, তেল আবিবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আটকে পড়া মানুষজন নিয়ে শঙ্কা রয়েছে। রামাত গানে ভবনের কাঠামোগত ক্ষতি হয়েছে এবং সেখানেও আটকে পড়া মানুষজন রয়েছে।
জাতীয় জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম ৬৩ জন আহতকে চিকিৎসা দিয়েছে।
জেরুজালেম পোস্ট লিখেছে, ২৬ জনকে শেবা মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং দুজন মোটামুটি আহত। ১৩ জনকে বেলিনসন হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং দুজন মোটামুটি আহত। ১৯ জনকে ইচিলভ মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে।
এদিকে, শুক্রবার ভোরে ইরানে ইসরায়েলের প্রথম দফার হামলায় জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাসহ ৭৮ জন ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে ৩২০ জন, যাদের বেশির ভাগ বেসামরিক ব্যক্তি।
ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা-পাল্টা হামলা ঘটনা এখনো চলছে। ঘণ্টাখানেক আগে, দেশ দুটি একে অপরের বিরুদ্ধে নতুন করে ড্রোন হামলার অভিযোগ করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।