পারস্য উপসাগরে দ্বিতীয় মার্কিন নৌবহর পাঠানোর রেশ কাটতে না কাটতেই এবার ইরানকে সরাসরি যুদ্ধের হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২৮ জানুয়ারি) তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, এবার ইরানের ওপর গতবারের চেয়েও ভয়াবহ এবং বড় আকারের সামরিক হামলা চালানো হবে। এই হামলা থেকে বাঁচতে হলে ইরানকে অবিলম্বে আলোচনার টেবিলে ফিরতে হবে এবং পরমাণু অস্ত্র তৈরির উচ্চাকাঙ্ক্ষা চিরতরে ত্যাগ করার চুক্তিতে সই করতে হবে।

গত বছরের জুনে ‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বড় ধরনের বিমান হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী। সেই সময় ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের প্রেক্ষাপটে ওই হামলা চালানো হয়। ট্রাম্প তার পোস্টে সেই ঘটনার কথা মনে করিয়ে দিয়ে লিখেছেন যে, গতবারের ক্ষয়ক্ষতি ছিল কেবল শুরু মাত্র। ইরান যদি এবারও তার দাবি না মানে, তবে তাদের এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে যা আগে কখনো দেখা যায়নি। সময় দ্রুত ফুরিয়ে আসছে, আলোচনার সুযোগ এখনই শেষ বারের মতো দেওয়া হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট তার পোস্টে মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাওয়া বিশালাকার যুদ্ধজাহাজের বহর সম্পর্কে নতুন তথ্য প্রকাশ করেছেন। তিনি জানান, ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর নেতৃত্বে যে আর্মাডা বা নৌবহরটি ইরানের দিকে যাচ্ছে, সেটি ভেনেজুয়েলায় মোতায়েন করা বাহিনীর চেয়েও কয়েক গুণ বেশি শক্তিশালী। এটি প্রচণ্ড গতিতে নির্দিষ্ট লক্ষ্য অভিমুখে এগোচ্ছে এবং যেকোনো মুহূর্তে আক্রমণ শুরু করার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে।
ট্রাম্প দাবি করেন, এই বাহিনী প্রয়োজনে অত্যন্ত দ্রুত এবং ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম, যা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে লণ্ডভণ্ড করে দেবে।
ট্রাম্প তার দীর্ঘ বার্তায় আরও বলেন, ইরানের সঙ্গে একটি সঠিক চুক্তি হওয়া সবার জন্যই মঙ্গলজনক হবে। তবে সেই চুক্তির প্রধান শর্ত হবে—ইরান কোনোভাবেই পরমাণু অস্ত্র রাখতে পারবে না।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তিনি অভিযোগ করেন, ইরানকে তিনি বারবার সমাধানের সুযোগ দিলেও তারা তা গুরুত্ব দেয়নি বলেই গত জুনে বড় ক্ষতির মুখে পড়তে হয়েছিল। এবারও যদি তারা একগুঁয়েমি বজায় রাখে, তবে এর পরিণাম হবে অত্যন্ত মারাত্মক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


