নিজস্ব প্রযুক্তিতে রেলইঞ্জিন তৈরি করল ইরান

রেলইঞ্জিন

আন্তর্জাতিক ডেস্ক : লোকোমোটিভ তথা রেলইঞ্জিন প্রস্তুতকারক দেশগুলোর তালিকায় নাম লিখিয়েছে ইরান। দেশটির একটি বেসরকারি প্রতিষ্ঠান দেশটির শিল্প মন্ত্রণালয়ের সহযোগিতায় এই ইঞ্জিন তৈরি করেছে। ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

রেলইঞ্জিন

তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই রেলইঞ্জিনটি তৈরি করেছে ইরানের এমএপিএন হোল্ডিং গ্রুপ। ইরানের আলবুর্জ প্রদেশের ফারদিসে ইরানের শিল্প, খনিজ ও বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আব্বাস আলিয়াবাদি এবং ইরানের রেলওয়ের প্রধান নির্বাহী মিয়াদ সালেহির উপস্থিতিতে রেলইঞ্জিনটির উদ্বোধন করা হয়।

এমপি-৬১০ নামের এই রেলইঞ্জিনটির সক্ষমতা ৪০০০ হাজার হর্সপাওয়ার। ইঞ্জিনটির উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের রেলওয়ের প্রধান নির্বাহী মিয়াদ সালেহি আশা প্রকাশ করেন, ইরানের রেল খাতে যে সমস্যা আছে তা দূর করার জন্য এ ধরনের ইঞ্জিন প্রচুর পরিমাণে উৎপাদিত হবে।

এ সময় মিয়াদ সালেহি জানান, দেশটিতে রেলইঞ্জিন প্রস্তুতকারী কোম্পানির সংখ্যা ১০টি। তবে এমএপিএন হোল্ডিং গ্রুপই একমাত্র ইরানি প্রতিষ্ঠান যারা নিজস্ব প্রযুক্তিতে ইঞ্জিন তৈরি করে। তিনি আরও জানান, ইরানের আরও ৩০০টি মালবাহী ও যাত্রীবাহী ইঞ্জিনের প্রয়োজন এবং দেশটিতে বর্তমানে মালবাহী লোকোমোটিভের সংখ্যা ৩৫০টি।

এগিয়ে আসছে রুশ সেনারা, জেলেনস্কির সব সফর স্থগিত

উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের উপ সড়কমন্ত্রী বলেন, রেলইঞ্জিন উৎপাদনের ক্ষেত্রে ইরানের সম্ভাবনা উচ্চ এবং তিনি আশা প্রকাশ করেন, ইঞ্জিন তৈরির অভিজ্ঞতা অন্যান্য ক্ষেত্রেও প্রসারিত হবে।