আন্তর্জাতিক ডেস্ক : হামলা-পাল্টা হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য। আঞ্চলিক প্রতিপক্ষ ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনায় অস্থির হয়ে উঠেছে গোটা অঞ্চল। কখনো বিমান হামলা, কখনো সাইবার আক্রমণ, আবার কখনো গুপ্তচরবৃত্তি—ঘটনাগুলোর ধারা দেখে আন্তর্জাতিক অঙ্গন আশঙ্কা করছে, এই সংঘাত যে কোনো সময় ভয়াবহ যুদ্ধে রূপ নিতে পারে।
তেহরানের হুঁশিয়ারি, প্রতিশোধ না নিলে আগ্রাসন আরও বাড়বে। এমন ভূরাজনৈতিক উত্তেজনায় সবচেয়ে বড় প্রশ্ন—সামরিক শক্তিতে কে বেশি ক্ষমতাধর, ইরান না ইসরায়েল?
সামরিক র্যাংকিংয়ে কে এগিয়ে?
গ্লোবাল ফায়ার পাওয়ার-এর তথ্যমতে, সামরিক শক্তির বিশ্ব র্যাংকিংয়ে ইরান রয়েছে ১৪তম স্থানে, আর ইসরায়েল ১৭তম। ফলে সামগ্রিক সক্ষমতায় ইরান কিছুটা এগিয়ে রয়েছে।
প্রতিরক্ষা বাজেট
ইসরায়েল: ২৪৪০ কোটি মার্কিন ডলার
ইরান: ৯৯৫ কোটি মার্কিন ডলার
অর্থাৎ, ইসরায়েল বার্ষিক প্রতিরক্ষা খাতে ইরানের তুলনায় দ্বিগুণেরও বেশি ব্যয় করে। বাজেট অনুযায়ী, ইসরায়েল ১৯তম ও ইরান ৩৩তম অবস্থানে।
সেনাবাহিনীর শক্তি
ইরানের মোট সেনা সদস্য: ১১ লাখ ৮০ হাজার
ইসরায়েলের মোট সেনা সদস্য: ৬ লাখ ৭০ হাজার
ইরানের রিজার্ভ সেনা: সাড়ে ৩ লাখ
ইসরায়েলের রিজার্ভ সেনা: ৪ লাখ ৬৫ হাজার
সৈন্যসংখ্যায় এগিয়ে ইরান, তবে প্রশিক্ষণ ও প্রযুক্তির দিক দিয়ে ইসরায়েল অধিক কার্যকর বলে ধারণা বিশ্লেষকদের।
যুদ্ধ বিমান ও হেলিকপ্টার
বিবরণ | ইরান | ইসরায়েল |
---|---|---|
সামরিক বিমান | ৫৫১টি | ৬১২টি |
যুদ্ধ বিমান | ১৮৬টি | ২৪১টি |
অ্যাটাক বিমান | ২৩টি | ৩৯টি |
পরিবহন বিমান | ৮৬টি | ১২টি |
প্রশিক্ষণ বিমান | ১০২টি | ১৫৫টি |
হেলিকপ্টার | ১২৯টি | ১৪৬টি |
অ্যাটাক হেলিকপ্টার | ১৩টি | ৪৮টি |
এই তুলনায় ইসরায়েল সামরিক বিমান ও হেলিকপ্টার খাতে এগিয়ে।
ট্যাংক ও সাঁজোয়া যান
বিবরণ | ইরান | ইসরায়েল |
---|---|---|
ট্যাংক | ১৯৯৬টি | ১৩৭০টি |
সাঁজোয়া যান | ৬৫,৭৬৫টি | ৪৩,৪০৩টি |
ট্যাংক ও সাঁজোয়া যান খাতে ইরান তুলনামূলকভাবে বেশি পরিমাণ অস্ত্র ধারণ করছে।
আর্টিলারি শক্তি
ইরান:
রকেট আর্টিলারি (MLRS): ৭৭৫টি
সেলফ প্রপেলড আর্টিলারি: ৫৮০টি
ইসরায়েল:
রকেট আর্টিলারি (MLRS): ১৫০টি
সেলফ প্রপেলড আর্টিলারি: ৬৫০টি
নৌ-সামরিক শক্তি
বিবরণ | ইরান | ইসরায়েল |
---|---|---|
যুদ্ধজাহাজ | ১০১টি | ৬৭টি |
ফ্রিগেট | ৭টি | ০টি |
টহল জাহাজ | ২১টি | ৪৫টি |
সাবমেরিন | ১৯টি | ৫টি |
নৌ শক্তিতে ইরান তুলনামূলকভাবে এগিয়ে, বিশেষ করে ফ্রিগেট ও সাবমেরিনে।
পারমাণবিক অস্ত্র
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (SIPRI) অনুযায়ী, ইসরায়েল আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্রধারী ৯টি দেশের একটি। অন্যদিকে, ইরান এখনও কোনো পারমাণবিক অস্ত্র রাখার কথা স্বীকার করেনি।
তবে পশ্চিমা দেশগুলোর সন্দেহ, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। ইরান বরাবরই বলে আসছে, তাদের পরমাণু কর্মসূচি শুধুমাত্র শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত হচ্ছে।
ইরান ও ইসরায়েল—দুই দেশই শক্তিশালী সামরিক সক্ষমতার অধিকারী। কেউ সংখ্যায় এগিয়ে, কেউ প্রযুক্তিতে। যদিও খোলাখুলি যুদ্ধ এখনও হয়নি, তবে বর্তমান ভূরাজনৈতিক উত্তেজনা যদি বড় ধরনের সংঘাতে রূপ নেয়, তবে তা শুধু এই দুই দেশের জন্য নয়, পুরো মধ্যপ্রাচ্যের জন্যই বিপজ্জনক হয়ে উঠতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।