ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলন নিয়ে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্দোলনের ১৪তম দিনে, শনিবার (১০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের জনগণ স্বাধীনতা চায় এবং যুক্তরাষ্ট্র তাদের পাশে থাকতে প্রস্তুত।

ট্রাম্প লেখেন, “ইরান এখন স্বাধীনতার পথে এগোচ্ছে—যে স্বাধীনতার কথা তারা হয়তো আগে কল্পনাও করেনি। যুক্তরাষ্ট্র সাহায্য করতে প্রস্তুত।”
দু’দিনের বিরতির পর শনিবার রাতে তেহরানের বিভিন্ন এলাকায় আবারও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। লন্ডনভিত্তিক ইরান সরকারের বিরোধী সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রাজধানীর হেরাভি এলাকায় কয়েকশ মানুষ একত্র হয়ে প্রতিবাদে অংশ নিচ্ছেন।
এ ছাড়া তেহরানের পূর্বাঞ্চলীয় চিতগার এলাকাতেও বিক্ষোভকারীদের জমায়েত লক্ষ্য করা গেছে। আন্দোলনকারীরা ক্ষমতাচ্যুত ও নির্বাসিত শাহ শাসনের বিরুদ্ধে নানা স্লোগান দেন। অনেকের কণ্ঠে শোনা যায়—“গাজা নয়, লেবানন নয়—আমার জীবন ইরানের জন্য”।
সূত্র জানায়, ইরানের বিভিন্ন অঞ্চলে সরকারবিরোধী এই আন্দোলন নতুন করে গতি পাচ্ছে এবং রাজধানী তেহরান আবারও উত্তপ্ত হয়ে উঠছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল, ইরান ইন্টারন্যাশনাল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


