আন্তর্জাতিক ডেস্ক : ভারত মহাসাগরের উত্তরে এক ব্রিটিশ যুদ্ধজাহাজকে আটকানোর দাবি করেছে ইরানের নৌবাহিনী। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ শনিবার এ তথ্য জানিয়েছে। ইরান জানায়, এই জাহাজটি ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনায় সহায়তা করতে যাচ্ছিল। খবর মিডল ইস্ট মনিটরের।
ইরানের ফার্স্ট নেভাল জোনের জনসংযোগ অফিসের বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার রাতে ইরানি গোয়েন্দা ইউনিট জাহাজটিকে শনাক্ত করে। এরপর ইরানের কম্ব্যাট ড্রোন থেকে বারবার সতর্ক বার্তা দেওয়া হয়। অবশেষে সেটি পারস্য উপসাগরের দিকে অগ্রসর হওয়ার আগেই পথ পরিবর্তন করতে বাধ্য হয়।
প্রসঙ্গত, ইসরায়েল শুক্রবার ইরানের বিভিন্ন পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালিয়েছে। এতে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীরা নিহত হয়েছেন। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এ হামলায় এখন পর্যন্ত ৭৮ জন নিহত ও ৩২০ জন আহত হয়েছেন। পাল্টা জবাব হিসেবে ইরানও প্রতিশোধমূলক হামলা চালিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।