আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের পূর্বাঞ্চলীয় দিয়ালা প্রদেশে রাস্তার পাশে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ জন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিরাপত্তাবাহিনীর দুটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সূত্র জানায়, আমরানিয়াহ শহরের কাছে স্থানীয় এক এমপির আত্মীয়দের লক্ষ্য করে দুটি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এই সময় স্নাইপার দিয়েও তাদের উদ্দেশ্য করে গুলি ছোড়া হয়। হামলার কারণ এখনও জানা যায়নি।
হামলার পর আমরানিয়াহ শহরে কারফিউ জারি করা হয়েছে। হামলাকারীদের ধরতে অভিযান চলছে বলে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।