আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাবশালী টিকটক তারকা ওম ফাহাদকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার রাজধানী বাগদাদের পূর্ব জায়েন এলাকায় তার বাড়ির বাইরে এ হামলার ঘটনা ঘটে।
শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
ফাহাদের মৃত্যুর খবর নিশ্চিত করে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত একজন নারী অজানা আততায়ীর দ্বারা নিহত হয়েছেন।‘
বিবৃতিতে আরও জানানো হয়েছে, তার মৃত্যুর পরিস্থিতি তদন্ত করার জন্য একটি স্পেশাল তদন্ত দল গঠন করা হয়েছে।
ওম ফাহাদের আসল নাম গুফরান সাওয়াদি। তিনি জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে পপ মিউজিকের সঙ্গে নিচের নাচের ভিডিও শেয়ার করতেন। টিকটকে তার হাজার হাজার অনুসারী রয়েছে।
ইরাকি নিরাপত্তা সূত্রের বরাতে বিবিসি জানায়, সাওয়াদি বাইরে যাওয়ার জন্য তার গাড়িতে চড়ে বসেছিলেন। এ সময় খাবার ডেলিভারির পোশাকধারী মোটরবাইকে আসা এক ব্যক্তি গাড়ির ভেতরে বসা সাওয়াদিকে গুলি করে। হামলায় সাওয়াদির সঙ্গে থাকা আরেক নারী আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন মালিকানাধীন আল হুরা বার্তা সংস্থা।
এর আগে গত বছর ইরাকের আদালতে সাওয়াদিকে “শালীনতা এবং জনসাধারণের নৈতিকতা” ক্ষুণ্ণ করে এমন ভিডিও শেয়ার করার দায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
বিয়েতে পাওয়া স্ত্রীর উপহারে স্বামীর অধিকার আছে কিনা, জানাল সুপ্রিম কোর্ট
ইরাক সরকার আপত্তিকর বলে বিবেচিত বিষয়বস্তুর জন্য সোশ্যাল মিডিয়া সাইটগুলো পর্যবেক্ষণ এবং দায়ীদের শাস্তি দেওয়ার জন্য একটি বিশেষ কমিটি গঠন করেছে। ওই কমিটিই ওম ফাহাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল।
এদিকে ওম ফাহাদের সঙ্গে আরেক টিকটক তারকা ডালিয়া নাঈমের মধ্যে সম্প্রতি স্নায়ু দ্বন্দ্ব বেড়েছিল বলে জানা গেছে। ডালিয়া প্লাস্টিক সার্জারির কারণে ‘ইরাকি বার্বি’ নামে পরিচিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।