জুমবাংলা ডেস্ক : নাটোরের বলারীপাড়া মহল্লায় চুরি থেকে এক কাঁদি কলা রক্ষার জন্য লোহার খাঁচা দিয়ে আটকে দিয়েছেন গাছের মালিক। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে। ২০০ টাকার কলা রক্ষায় ২ হাজার টাকার লোহার খাঁচা বানানোকে অনেকের কাছে হাসির খোরাক হলেও এর মালিক বলছে ভিন্ন কথা।
কলা গাছের মালিক স্থানীয় জনতা ব্যাংক কর্মকর্তা (এজিএম) আব্দুল হালিম জানান, ইতিপূর্বে একই স্থানে কলার কাঁদি চুরি করে নিয়ে যায় চোর। তাই চোরের হাত থেকে কলাগুলোকে বাঁচাতেই তার এই উদ্যোগ। এটা নিয়ে অনেকে হাসাহাসি করছে উল্লেখ করে তিনি জানান, নিজের হাতের তৈরি করা কোনো ফল খাবারের যে কি স্বাদ সেটা গ্রহণ করার জন্যই আসলে তার এই উদ্যোগ। তাছাড়া প্রধানমন্ত্রীর কথা বাস্তবায়ন করতে গিয়ে এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না সেটা বাস্তবায়নের লক্ষ্যে তার এই কলার চাষ করা।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দেখে কলার কাঁদি দেখতে আসছেন অনেকে। সেই সঙ্গে সেলফি তুলছেন কলার কাঁদি ও তার মালিকের সঙ্গেও।
এমনই একজন সোহাগ আলী জানান, ফেসবুকে দেখে তিনি এসেছেন কলার কাঁদি দেখতে। প্রথম বিষয়টি হাসির খোরাক হলেও এসে এবং মালিকের সঙ্গে কথা বলে তার মনে হয়েছে কলার মালিকের কথায় যুক্তি আছে।
স্থানীয় তার প্রতিবেশীদের প্রত্যাশা কলার কাঁদি রক্ষায় লোহার খাঁচা বানানো সার্থক হোক আব্দুল হালীমের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।