আবির হোসেন সজল, লালমনিরহাট : হাতীবান্ধায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহীন আখতারের বিরুদ্ধে অতি গোপনে খন্ডকালীন প্রশিক্ষক নিয়োগ পরিক্ষা নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। পরে ছাত্র জনতার বাধার মুখে ওই নিয়োগ পরীক্ষা স্থগিত করে দেয় হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার শামীম মিঞা।
বৃহস্পতিবার (২২ মে) রাতে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহীন আখতার তার পছন্দের লোককে নিয়োগ দিতে পরীক্ষার একদিন আগে তার নিজ কক্ষে রাখেন। খবরটি ছড়িয়ে পড়লে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (টিটিসি) ঝড়ো হতে থাকে ছাত্রজনতা।
এ ব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত থাকা হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান বলেন একটি সূত্রের মাধ্যমে আমরা জানতে পারি হাতীবান্ধা উপজেলা টিটিসিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহীন আখতার তার পছন্দের প্রার্থীকে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার জন্য নিয়ে এসে তার নিজ কক্ষে রাখেন। আমরা এটাও জানতে পারি যে তার পছন্দের দুজন প্রার্থীর থেকে সে ০৮ লক্ষ টাকা দাবি করেন। পরে ছাত্রজনতা রাতে টিটিসিতে প্রবেশ করে অধ্যক্ষের রুমে দুজন ব্যক্তিকে দেখতে পারেন। ছাত্রজনতা উপস্থিত দুজনকে পেয়ে একজনের পরিচয় সম্পুর্ণরুপে জানতে পারেন। নাম সবুজ ইসলাম। পিতার নাম : আখতারুল ইসলাম ঠিকানা: নওগা, সদর। উপস্থিত আরেকজনের বাসা সিরাজগঞ্জ জেলায় বলে নিশ্চিত করেন তারা। ছাত্রজনতা ঘটনাস্থলে পাওয়া সবুজ ইসলাম কে জিজ্ঞাসাবাদ করলে উনি পরীক্ষার্থী বলে স্বীকার করেন।
এ ঘটনাস্থলে যাওয়ার পর হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার শামীম মিঞাকে তাৎক্ষণিক বিষয়টি অবগত করেন। রাত ১২ টার পর উপজেলা নির্বাহী অফিসার শামীম মিঞা ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহীন আখতারকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সকল ঘটনা স্বীকার করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শামীম মিঞা বলেন ঘটনাস্থলে যেয়ে সত্যতা যাচাই করার পর আমি তাৎক্ষণিক পরীক্ষা স্থগিত করি। এ ব্যাপারে আমি জেলা প্রশাসক স্যারের সাথে কথা বলেছি। আগামী রবিবার আমি স্যারের সাথে সরাসরি বসে কথা বলে শীঘ্রই বাহিরের টিটিসি প্রতিষ্ঠানের শিক্ষকদের দ্বারা একটি স্বচ্ছ পরিক্ষা নেওয়ার ব্যবস্থা করবো।
ইউএনও অফিসারের কাছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহীন আখতারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন ডিসি স্যারের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা সহ তাকে স্থানান্তর করা হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।