বিজিবির সৈনিক পদে নিয়োগে অনিয়মের অভিযোগ, পরীক্ষা স্থগিত

জুমবাংলা ডেস্ক : নীলফামারীতে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র সৈনিক পদে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে সড়ক অবরোধ করেছেন চাকরি প্রত্যাশীরা। পরে বিজিবি কর্তৃপক্ষ ওই পরীক্ষা স্থগিত করেছে।

শনিবার দুপুর ১২টা থেকে সোয়া একটা পর্যন্ত বিজিবি ৫৬ ব্যাটালিয়ন নীলফামারী সদর দপ্তরের সমানে আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন তারা।

এসময় ওই সড়ককে যানবাহন চলাচল বন্ধ হয়ে দুই ধারে প্রায় তিন কিলোমিটার জুড়ে যানবাহনের দীর্ঘ সারি জমে। পরে বিজিবি ৫৬ ব্যাটালিয়ন নীলফামারী সদর দপ্তর কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষণা করলে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন চাকরি প্রত্যাশী অভিযোগ করে বলেন, আজকে বিজিবির সৈনিক পদে আমরা মাঠ করতে নির্দিষ্ট সময়ে উপস্থিত হয়েছি। শুরুতে এক থেকে ১৭ নম্বর সিরিয়াল ডাকা হয়। কিন্তু এরপর ৪৫ সিরিয়াল থেকে ডাকা শুরু করে। সময়ের পরে যারা এসেছে তাদের ডাকা হলেও আগে আসা অনেক প্রার্থীকে ডাকা হচ্ছিলো না। তারা মেডিক্যাল না করেই আমাদের বের করে দিচ্ছে। এরকম নানা অনিয়মের বিষয়ে আমরা প্রতিবাদ করলে আমাদের মাঠ থেকে বের করে দেওয়া হয়।

তারা জানান, এ অবস্থায় আমরা বেলা ১২টা থেকে বিজিবি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে এর প্রতিবাদ জানাই। পরে দুপুর সোয়া একটার দিকে বিজিবি পরীক্ষা স্থগিত করলে আমরা অবরোধ তুলে নিয়েছি।

৫৬ বিজিবির নীলফামারী ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আলী আকবর বলেন, চাকরি প্রত্যাশীদের অভিযোগ জানার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আজকের নিয়োগ পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। পরে আবারও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পরীক্ষার তারিখ জানানো হবে।