স্পোর্টস ডেস্ক : আইপিএল শুরু হতে না হতেই বিতর্ক। ধারাভাষ্যকারদের তালিকা থেকে আচমকা বাদ পড়লেন প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। শুধু গত বছরের আইপিএল নয়, ভারতের ম্যাচেও নিয়মিত ধারাভাষ্য দিতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু হঠাৎ কেন বাদ পড়লেন ইরফান?
জানা যাচ্ছে, কয়েকজন ভারতীয় ক্রিকেটার তাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছেন। সূত্র অনুযায়ী, তাঁদের বক্তব্য ধারাভাষ্যের সময় পাঠানের সমালোচনা ব্যক্তিগত পর্যায়ে নেমে আসে। এমনকী অস্ট্রেলিয়া সিরিজে এই ধরনের মন্তব্য শুনে এক ক্রিকেটার পাঠানের ফোন নম্বর ব্লক পর্যন্ত করে দিয়েছেন। তারপরই পাঠানকে ধারাভাষ্যকারীদের তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
ক্রিকেট বিষয়ক একটি ওয়েবসাইটকে এক সূত্র বলেন, “পাঠানের নাম তালিকায় থাকত। কিন্তু গত দুবছর ধরে কয়েকজন বিশেষ ক্রিকেটারকে উদ্দেশ্য করে ব্যক্তিগত পর্যায়ে মন্তব্য করেছেন। সেটা একেবারেই ভালো ভাবে নেওয়া হচ্ছে না।”
এবার ১৮ বছরে পা দিল আইপিএল। মাঠে যেমন তারকার মেলা, তেমনই কমেন্ট্রি বক্সের জৌলুসও কম নয়। বীরেন্দ্র শেহওয়াগ, শিখর ধাওয়ান, হরভজন সিং, সুরেশ রায়না, অনিল কুম্বলে, এবি ডি ভিলিয়ার্স, সুনীল গাভাসকর- কে নেই সেই তালিকায়! আর সেখানে এবার নতুন মুখ হিসেবে ঢুকে পড়েছেন কেন উইলিয়ামসন।
উল্লেখ্য, ২০০৭-র টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলে ছিলেন ইরফান। ২০২০ সালে ক্রিকেট থেকে অবসর নেন ইরফান। বর্তমানে অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের লিগে খেলার পাশাপাশি ধারাভাষ্যের সঙ্গে যুক্ত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।