আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে একে পার্টির প্রার্থী রিসেপ তাইয়েপ এরদোয়ানকে সমর্থন জানালেন আতা অ্যালায়েন্সের সিনান ওগান। ২৮ মে নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণকে সামনে রেখে এরদোয়ানের প্রতি নিজের সমর্থন ঘোষণা করেন প্রথম দফার ভোটে তৃতীয় অবস্থানে থাকা এ রাজনীতিক। এতে করে চূড়ান্ত পর্বে এরদোয়ানের জয় নিশ্চিত হয়ে পড়ল, এমনটা বলা যেতে পারে।
প্রথম দফা ভোটের ফলাফল প্রকাশের পর সিনান ওগানের সঙ্গে সাক্ষাত করেন এরদোয়ান
গত সপ্তাহে অনুষ্ঠিত ভোটে রিসেপ তাইয়েপ এরদোয়ান ৪৯ দশমিক ৫২ শতাংশ ভোট পান। তার নিকটতম প্রার্থী ও বিরোধী দলীয় নেতা কেমাল কিলিচদারোগলু পান ৪৪ দশমিক ৮৮ শতাংশ ভোট। মধ্যপন্থী আতা অ্যালায়েন্স সমর্থিত প্রার্থী ও সাবেক এমপি সিনান ওগান ৫ দশমিক ১৭ শতাংশ ভোট পেয়ে নির্বাচনে তৃতীয় স্থান অর্জন করেন।
নিয়ম অনুযায়ী কোনো প্রার্থী চূড়ান্ত ফলাফল নির্ধারণী রায় বা ৫০ শতাংশের বেশি ভোট পেতে ব্যর্থ হওয়ায় দ্বিতীয় দফা ভোটগ্রহণ করতে হবে। এ অবস্থায় রক্ষণশীল জাতীয়তাবাদী প্রার্থী এরদোয়ান ও পশ্চিমা ভাবাপন্ন কিলিচদারোগলুর মধ্যে যার দিকে মধ্যপন্থী ভোটাররা ঝুঁকছেন, নির্বাচনে জয়ের পাল্লা তার দিকেই ঝুঁকবে।
প্রথম দফা ভোটের ফল প্রকাশের পরই রাজনৈতিক পর্যবেক্ষকরা মতপ্রকাশ করেছিলেন, নির্বাচনে ফলাফল নির্ধারক হয়ে ওঠা মধ্যপন্থীরা এরদোয়ানের দিকেই ঝুঁকবেন। ভোটের দুইদিন পর এরদোয়ান নিজেও সিনান ওগানের সঙ্গে সাক্ষাত করেন। আজ আনুষ্ঠানিকভাবে এরদোয়ানের প্রতি সমর্থনের ঘোষণা দিয়ে ওগান নিজেও তুরষ্কে বর্তমান নেতৃত্বের ধারাবাহিকতার পক্ষে ভোট দিতে সমর্থকদের প্রতি বার্তা পাঠালেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।