সচিনের সন্তানের মা হতে চলেছেন সীমা হায়দার, সত্যিটা আসলে কী

সীমা হায়দার

আন্তর্জাতিক ডেস্ক: সীমা হায়দারকে নিয়ে রোজই নতুন নতুন স্টোরি। চার সন্তানকে নিয়ে প্রেমের টানে ভারতে চলে এসেছেন সীমা। প্রেমের টান বলে কথা। একেবারে পাকিস্তান থেকে ভিসা ছাড়াই ভারতে। এরপর বিয়েও করে ফেলেন সচিন মীনাকে। কিন্তু প্রশ্ন উঠছে তিনি কি এখন অন্তঃসত্ত্বা? সীমা নিজে কি কিছু বলছেন?

সীমা হায়দার

গত কয়েকদিন ধরেই একাধিক মিডিয়া রিপোর্টে উল্লেখ করা হয়েছে সীমা নাকি গর্ভবতী? সচিনের সন্তানের মা হতে চলেছেন সীমা? এমনটাই দাবি করা হচ্ছে। কিন্তু সত্যিটা আসলে কী? সীমার কিন্তু দুই ছেলে ও দুই মেয়ে ইতিমধ্যেই রয়েছে।

তবে লাইভ হিন্দুস্তানের খবর অনুসারে জানা গিয়েছে সীমা এনিয়ে মুখ খুলেছিলেন। তিনি গর্ভবতী হওয়ার খবর সত্য কি না সেই প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন, গর্ভবতী নাকি নয় সেটা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি।

তিনি সাফ জানিয়ে দেন, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি সবাইকে এনিয়ে বলতে চাই না। যদি আমি বলি তাহলে আমার চোখ দেখে ধরা পড়ে যাব। এটা নিয়ে কিছু বলবেন না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার।

তবে ভারতে এসে দ্রুত বদলে যাচ্ছেন সীমা। তিনি জাতীয় পতাকাও তুলেছেন। আওয়াজ তুলেছেন ভারত মাতা কী জয়! তেরঙা পতাকা নিয়ে কমলা, সাদা, সবুজ রঙের শাড়ি পরেছিলেন তিনি। একেবারে অন্যরমক দেখাচ্ছিল। সব মিলিয়ে ভারতকে নিজের বলে গ্রহণ করতে চেষ্টার কোনও কসুর করছেন না তিনি।

তুলসীতলায় প্রণাম করছেন। নিরামিষ খাওয়ার চেষ্টা করছেন। হিন্দু হতে সব রকম চেষ্টা করছেন তিনি। তবে তিনি গর্ভবতী কি না এনিয়ে তিনি সরাসরি কোনও উত্তর দিতে চাননি। একান্তই ব্যক্তিগত বিষয় নিয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি। আসলে এই বিষয়গুলি জনসমক্ষে আসুক এটা চাননা তিনি।

তবে এনিয়ে জল্পনা কিন্তু তুঙ্গে। তবে স্বামীকে নিয়ে বেশ সুখেই আছেন সীমা। তবে তাদের ব্যক্তিগত জীবনেও উঁকি দিচ্ছেন অনেকে। নেহাতই সাদামাটা সচিনও রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছেন। প্রতিবেশীরাও কার্যত হতবাক। রূপকথার মতো বদলে যাচ্ছে সব কিছু।

মুক্তি পেতে যাচ্ছে রুবেল-ববি অভিনীত ‘বৃদ্ধাশ্রম’

তবে সীমার ভারতে আসার পেছনে অন্য কোনও উদ্দেশ্য আছে কি না সেটা উত্তরপ্রদেশ এটিএস খতিয়ে দেখছে। তবে সীমা কিন্তু স্বাধীনতা দিবসে ভারত মাতা কী জয় বলে ভারতের নামে জয়ধ্বনি দিয়েছেন। জানিয়েছেন তিনি পাকিস্তানে ফিরতে চান না।