একাকী নামাজ পড়ার সময় ইকামত দেওয়া কি জরুরী?

Namaj

প্রশ্ন : একাকী যখন ফরজ নামাজ পড়া হয় তখন এই ফরজ নামাজের আগে ইকামত দেওয়া কি জরুরী। আকামত না দিয়ে নামাজ আদায় করলে নামাজ হবে কি?

Namaj

উত্তর : জামাতে নামাজ পড়লে ইকামত দেওয়া সুন্নাত। একাকী নামাজ পড়লে ইকামতের প্রয়োজন হয় না।

উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী

সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।