বিনোদন ডেস্ক : স্বামী-পুত্র নিয়ে আপাতত লন্ডনে ছুটি কাটাচ্ছেন কারিনা। তারই মাঝে জোর গুঞ্জন ফের মা হতে চলেছেন বেবো। সত্যিই কি তাই? লন্ডনে ইংলিশ চ্যানেলের কাছে এক ফুড হাবে অনুরাগীর সঙ্গে সেলফি তোলেন সইফ ও কারিনা। যেখানে দেখা যায় কারিনা হাত দিয়ে নিজের পেট ঢাকার চেষ্টা করছেন। যা নজর এড়ায়নি নেটিজেনদের। তবে অনুরাগীরা এই ছবিতে বেবোর বেবি বাম্প খুঁজে পেয়েছেন।
কারিনার এই ছবি ফ্যান পেজের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেই তার নিচে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ছবিতে কারিনাকে কালো টপের উপর একটি স্লিং ব্যাগ কাঁধে নিতে দেখা যাচ্ছে। ন্যুড মেকআপে বেশ গর্জাস দেখাচ্ছে তাঁকে। তবে অনুরাগীদের চোখ তাঁর বেবি বাম্পে। ছবির নিচে কেউ লিখেছেন ‘কারিনা কি আবারও অন্তঃসত্ত্বা?’ কেউ লিখেছেন, ‘আর নয়, সত্যি নাকি…?’ কারোর প্রশ্ন ‘আর কত বাচ্চা হবে?’
তৃতীয়বার মা হওয়ার গুঞ্জনের মাঝে রবিবার নিজের ইনস্টাস্টোরিতে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন বেবো। যেখানে হলুদ রঙের শার্ট আর শর্টসে স্লিম ফিগারে দেখা যাচ্ছে বেবোকে। ছোট্ট তৈমুরের সঙ্গে আইসক্রিমে মজেছেন কারিনা। আবার কখনও সইফের সঙ্গে লাঞ্চ ডেটে যাওয়ার ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। কারিনার অনুরাগীদের দাবি, এই ছবিগুলিই বলে দেয়, বেবোর তৃতীয়বার মা হওয়ার গুঞ্জন নেহাতই গুজব।
প্রসঙ্গত, বহুদিন ধরে লন্ডনেই রয়েছেন সইফ-কারিনা। মাঝে মধ্যেই লন্ডন থেকে নানান মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন বেবো। বেশকিছুদিন আগে তারই মাঝে লন্ডনে কাপুর পরিবারের সঙ্গে মিলিত হয়ে নীতু কাপুরের জন্মদিনও সেলিব্রেট করেন তিনি।
বাগদান হওয়ার পর হবু স্বামীর সঙ্গে সম্পর্ক ভেঙে যায় রশ্মিকার!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।