২০২৪ সালের ডিসেম্বর মাসে ব্যবসায়ী শিখর টন্ডনকে বিয়ে করেন অভিনেত্রী পায়েল দেব। তাঁকে ‘রাঙা বউ’ ধারাবাহিকে নায়কের বোন সীমন্তিনী শীলের চরিত্রে দেখা গিয়েছিল। তার পর অভিনেত্রীকে সে ভাবে ছোটপর্দায় দেখা যায়নি। বিয়ের পর কি অভিনয় ছেড়ে দিলেন পায়েল? এই আলোচনার মাঝে নতুন প্রশ্ন তৈরি হয়েছে দর্শকের।
ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন, অভিনেত্রী নাকি মা হতে চলেছেন। তাঁর সাম্প্রতিক ছবি দেখে তেমন আভাসই পেয়েছে অনুরাগীরা। সত্যিই কি তাই? এই আলোচনা পুরোই ভুয়ো, দাবি পায়েলের। পঞ্জাবি শ্বশুরবাড়িতে আরও ভাল করে মানিয়ে নেওয়ার প্রচেষ্টা জারি অভিনেত্রীর। এত কিছুর মাঝে পরিবার পরিকল্পনা করার সময় নেই তাঁর।
পায়েলের আক্ষেপ, বিয়ের আট মাস হয়ে গিয়েছে, এখনও মধুচন্দ্রিমায় যাওয়া হয়নি। বললেন, “ভুয়ো খবর রটছে। এই সবের কোনও পরিকল্পনা নেই।” হাতে সে ভাবে কোনও কাজ নেই, বরং সেই আক্ষেপই স্পষ্ট অভিনেত্রীর কণ্ঠে। বেশ কিছু নতুন চরিত্রের সুযোগ এসেছিল। কিন্তু কোনওটাই মনের মতো হয়নি। দিদি, বোনের চরিত্রেই তাঁকে দেখতে অভ্যস্ত দর্শক।
পায়েল মনে করেন, সঠিক সময়ে যদি তিনি নিজেকে নিয়ে ভাবতেন তা হলে অভিনয় জীবনে আরও উন্নতি হত। বর্তমানে, ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখা যায় ২০ থেকে ২২ বছরের মেয়েদেরই। পায়েল যোগ করেন, “এখন আর মুখ্য চরিত্র নিয়ে ভাবছি না। কিন্তু চরিত্রাভিনেতা হিসাবে একটু অন্য ধরনের সুযোগের আশায় রয়েছি।” সম্ভবত পুজোর পরে নতুন ভাবে পর্দায় দেখা যাবে অভিনেত্রীকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।