বিনোদন ডেস্ক : শাহরুখ খানকে একসময় পরপর ব্যর্থ ছবির মুখোমুখি হতে হয়েছিল। অনেকেই মনে করেছিলেন, এবার হয়তো তিনি বলিউড থেকে সরে দাঁড়াবেন। কেউ কেউ তো অবসর নেওয়ার পরামর্শও দিয়েছিলেন। কিন্তু কিং খান থামেননি। বরং নিজেকে এবং পরিবারকে সময় দিয়ে নতুন উদ্যমে ফিরে এসেছিলেন। তাঁর কামব্যাক ছবি ‘পাঠান’ বক্স অফিসে ঝড় তুলেছিল। এরপর ‘জওয়ান’ ও ‘ডানকি’-ও বক্স অফিস দাপিয়ে বেড়িয়েছে।
তবে এবার কি সত্যিই কেরিয়ারের ইতি টানতে চলেছেন শাহরুখ? বিশ্ব সরকার সামিট ২০২৪-এ এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন তিনি। কিং খান জানান, নিজের শেষ ছবি নিয়ে তিনি ভীষণই পরিকল্পিত। চান, সেটি যেন গোটা বিশ্ব দেখে এবং সকলের মনে জায়গা করে নেয়। ৩০-৩৫ বছরের কেরিয়ারের সেরা ছবি হিসেবেই শেষ কাজটি রাখতে চান তিনি। এমনকি মজার ছলে বলেন, তার আগে যেন সবাই উর্দু শিখে নেন!
এই মন্তব্যের পর থেকেই অনুরাগীদের মনে উদ্বেগ বাড়ছে। তাহলে কি শাহরুখ খান অবসরের পরিকল্পনা করছেন? যদিও কবে তিনি কেরিয়ার ছাড়বেন, সে বিষয়ে কিছুই স্পষ্ট করেননি। তবে একসময় মানসিকভাবে কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছিলেন তিনি।
শুটিংয়ে চোট পেয়ে দীর্ঘদিন ক্যামেরার বাইরে ছিলেন, তখনই হতাশায় ভুগেছিলেন। ভেবেছিলেন, হয়তো তাঁকে আর কেউ মনে রাখবে না। কিন্তু বাস্তবটা অন্যরকম—আজও তিনি বলিউডের ‘বাদশাহ’। ৬০-এর কোঠায় এসেও রূপোলি পর্দার সবচেয়ে বড় আকর্ষণ তিনিই!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।