সন্তান পড়ায় মনোযোগী না? মেনে চলুন এই ৭ উপায়

সন্তান পড়ায় মনোযোগী না?

লাইফস্টাইল ডেস্ক : আপনার সন্তান কি সবসময় পড়া নিয়ে লুকোচুরি করে। ? পড়ার কথা বললেই অনেক অযুহাত দেখায়? এই পরিস্থিতির শিকার শুধু আপনি একা না। অনেক বাবা-মায়ের এই অভিযোগ সন্তানের প্রতি। সন্তান পড়ার প্রতি আগ্রহ না হলে বাবা-মা হিসেবে আপনার কাজ হবে এর পিছনের কারণ খুঁজে বের করা।
সন্তান পড়ায় মনোযোগী না?
বইয়ের প্রচ্ছদ:

ভিডিও গেমস ও সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে বইয়ের আবেদন ধরে রাখা বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। এজন্য শিশুদের বইয়ের প্রচ্ছদের বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত। প্রচ্ছদ সুন্দর হলেই তারা ওই বই পড়ার প্রতি আগ্রহী হয়ে উঠবে।

বইয়ের বিষয়:

বাচ্চাদের এমন বই দরকার যাতে তারা আগ্রহ বোধ বোধ করে। এজন্য বইয়ের টপিক অনেক গুরুত্বপূর্ণ। শিশুদের আগ্রহের কথা বিবেচনা করে বইয়ের টপিক নির্বাচন করা উচিত।

পড়ার মূল আগ্রহ খুঁজে না পাওয়া:

বাচ্চারা অনেক সময় পড়েও পড়ার আসল মজা খুঁজে পায় না। এজন্য তাদের সাথে কথা বলুন। তারা কী ধরণের বই পড়তে আগ্রহী সে সম্পর্কে জানুন।

কঠিন বিষয় পড়তে দেওয়া:

বাচ্চাকে হুট করে কোন বিষয় পড়তে দেওয়া হলে সে ঘাবড়ে যেতে পারে। এজন্য কঠিন বিষয় আপনিও তার সাথে পড়ুন। সে পড়ার আগ্রহ পাবে।

ভুল বই বাছাই করা:

অনেক সময় শিশুরা এমন বই বাছাই করে যা তাদের জন্য কঠিন। সেক্ষেত্রে সন্তানকে আপনি বই খুঁজে দিতে সাহায্য করুন যা সহজবোধ্য অর্থাৎ পড়তে সহজ হয়।

পড়তে সমস্যা:

একেক বাচ্চা একেক বয়সে পড়া শেখে। এজন্য আপনার বাচ্চা যদি দেরিতে পড়া শেখে এর কারণ খুঁজে বের করার চেষ্টা করুন এবং তাকে পড়তে সাহায্য করুন।

অগোছালোভাবে বই রাখা:

অগোছালোভাবে বই রাখলে আপনার সন্তান দ্বিধায় পড়তে পারে কোন বই পড়তে হবে সে বিষয়ে। এজন্য বই সুন্দর করে টেবিল বা শেলফে সাজিয়ে রাখুন।

এ কয়েকটি বিষয় মাথায় রাখলে শিশু লেখাপড়ার বিষয়ে অনেক সমস্যা সমাধান করা সম্ভব।

সূত্র: দ্যা টাইমস অব ইন্ডিয়া

যে চারটি প্রধান কারণ বন্ধ্যাত্বের জন্য দায়ী