বিনোদন ডেস্ক : শুক্রবার দেশজুড়ে মুক্তি পেল রণবীর কাপুর-রশ্মিকা মান্দানা অভিনীত ‘অ্যানিমাল’। গত সপ্তাহে ট্রেলার মুক্তির পর থেকেই ছবিটি ঘিরে আগ্রহ তুঙ্গে পৌঁছেছিল। সন্দীপ রেড্ডি ভঙ্গা পরিচালিত এই ছবিতে রণবীর কাপুর নায়ক না খলনায়ক, সেই প্রশ্নই উস্কে দিয়েছিল এই ট্রেলার।
কিন্তু সেই ট্রেলারে রণবীরের লুক দেখে আরও বেশ কিছু আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। যার মধ্যে অন্যতম হল, ‘অ্যানিমাল’ কি সঞ্জয় দত্তের ‘ইয়ালগার’ ছবি থেকে অনুপ্রাণিত? ছবির প্রচারে গিয়ে এই প্রশ্নের মুখে পড়েছেন অভিনেতা নিজেও।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সেসময় রণবীর জানিয়েছেন, ‘অ্যানিমাল’ কোনও ছবির রিমেক নয় কিংবা কোনও ছবি থেকে অনুপ্রাণিতও নয়। কাপুর নন্দন বলেছেন, “আমি ২০১৮ সালে ‘সঞ্জু’ করেছিলাম। ‘অ্যানিমাল’-এর ট্রেলার দেখে অনেকেই সেই ছবির সঙ্গে কিছু মিল পেয়েছেন।
কিন্তু এর সঙ্গে সঞ্জয় দত্তের ‘ইয়ালগার’-এর কোনও মিল নেন। সন্দীপ রেড্ডি ভঙ্গা একজন অরিজিনাল সিনেমা নির্মাতা। উনি যখন আমায় গল্পটা শুনিয়েছিলেন, আমি কোনও ছবির সঙ্গে মিল পাইনি। ‘ইয়ালগার’ একটা দুর্দান্ত ছবি, তবে ‘অ্যানিমাল’ মৌলিক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।