বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : ৩ মে মাসে বিশ্ব বাজারে আসছে ৪০০ সিসির পালসার। এটাই বাজাজের হায়ার সিসির পালসার। এই বাইক নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা আলোচনা। বাইকের সম্ভাব্য দাম নিয়েও রয়েছে কৌতুহল। এই মোটরসাইকেলের সঙ্গে ডমিনার বা কেটিএম-এর কি যোগসূত্র রয়েছে?
জানা গিয়েছে, বাজাজ পালসার এনএস ৪০০ বাইকে যে ইঞ্জিন ব্যবহার করা হবে তা ডমিনার এবং কেটিএম আরসি ৩৯০ মডেল ব্যবহৃত হয়েছে। এই ইঞ্জিন সিঙ্গেল সিলিন্ডারের। যা সর্বোচ্চ ৪০ ব্রেক হর্সপাওয়ার এবং ৩৫ এনএম টর্ক তৈরি করতে পারে। তবে এনএস ৪০০ মডেলে আলাদা টিউনিং এবং পারফরম্যান্স দেখা যেতে পারে। সঙ্গে মিলবে ৬ স্পিড গিয়ারবক্স এবং স্লিপ-অ্যাসিস্ট ক্লাচ।
বাজাজ পালসার এনএস ৪০০ মডেলে ফিচার্স পাবেন ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল এবং ব্লুটুথ কানেক্টিভিটি। এতে পাবেন ডিজিটাল মিটার, ওডোমিটার, ট্রিপমিটার এবং স্পিডোমিটার পাওয়া যাবে। সঙ্গে মিলবে টার্ন-বাই-টার্ন নেভিগেশন সাপোর্ট। পালসারের নতুন মডেল থাকতে পারে ইউএসবি চার্জিং পোর্টও।
এই বাইকটি সবথেকে বড় বাজাজ পালসার হতে চলেছে। ডিজাইনের ক্ষেত্রে পাওয়া যাবে ফুল এলইডি লাইটিং এবং ফ্ল্যাট হ্যান্ডেলবার। বাজাজ পালসারের পারফরম্যান্স, ফিচার্স এবং ডিজাইনের উপর যতটা মনোযোগ থাকবে তার থেকেও বেশি নজর থাকবে দামের উপর।
এক রিপোর্ট অনুসারে, বাজাজ পালসার এনএস ৪০০ বাইকের দাম ভারতে ২ লাখ রুপি থেকে শুরু হবে। যদিও সেই দামে লঞ্চ হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। কারণ ভারতে সেই ভাবে ২ লাখ টাকার মধ্যে ৪০০ সিসির কোনো বাইক লঞ্চ হয়নি। চলতি বছর হিরো ম্যাভরিক ৪৪০ লঞ্চ হয়েছে ২ লাখ রুপি এক্স-শোরুম প্রাইসে।
বাজাজ পালসার এনএস ৪০০-তে যে ইঞ্জিন ব্যবহার করা হবে তা কেটিএম আরসি এবং ডমিনারেও রয়েছে। লং রাইড এবং প্রতিকুল পরিস্থিতিতে সেরা পারফরম্যান্স দিতে এই ইঞ্জিন বেশ ভালো সার্ভিস দিতে পারে। তবে পালসারের ইঞ্জিন কী চমক থাকবে সেটাই এখন দেখার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।