ঈশান প্রেমে মজে অদিতি, তুমুল ভাইরাল ছবি

ঈশান প্রেমে মজে অদিতি

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুরন্ত ভাবে প্রত্যাবর্তন করেছে ভারত। প্রথম ম্যাচ হেরে সিরিজে পিছিয়ে পড়া শিখর ধাওয়ান অ্যান্ড কোং গত রবিবার রাঁচিতে দ্বিতীয় ম্যাচ ৭ উইকেটে জিতে সিরিজ ১-১ করল।

ঈশান প্রেমে মজে অদিতি

দক্ষিণ আফ্রিকার ২৭৮ রান তাড়া করতে নেমে ভারত তিন উইকেট হারিয়ে ম্যাচ বার করে দেয় অনায়াসে। রাঁচির জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম কমপ্লেক্সে ব্যাট হাতে ঝলসেছেন শ্রেয়স আইয়ার (১১১ বলে অপরাজিত ১১৩) ও ঈশান কিশান। ঘরের ছেলে মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি মাঠে রেখে এসেছেন। তবে ১১৬ মিনিট তিনি ক্রিজে তাণ্ডব চালিয়েছেন। ৮৪ বলে ৯৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন ১১০.৭১-এর স্ট্রাইক রেটে। হাঁকিয়েছেন ৪টি চার ও ৭টি ছয়।

ঈশানের এই ব্যাটিং দেখার পর তাঁর গার্লফ্রেন্ড অদিতি হুন্ডিয়া বিশেষ বার্তা দিয়েছেন। ঈশানের আউট হয়ে ফিরে আসার স্ক্রিনশট নিয়ে তিনি ইনস্টাগ্রামে বুমেরাং বানিয়ে স্টোরি শেয়ার করে লিখেছেন, ‘ওয়েল ডান আইকে’। পেশায় মডেল অদিতি ২০১৭ সালে মিস ইন্ডিয়া ফাইনালিস্ট ছিলেন।

তার আগে অদিতি ‘মিস বিউটিফুল আইজ’, ‘মিস বডি বিউটিফুল’ ও ‘এলিট মিস রাজস্থান’ খেতাবও জিতেছেন। ঘরোয়া ক্রিকেট হোক বা আইপিএল, ঈশান ভাল পারফর্ম করলেই অদিতির ইনস্টাগ্রামে মেসেজ দেন প্রিয় মানুষকে নিয়ে।

আবারও শাকিব-বুবলীর একই পোস্ট, তুমুল ভাইরাল ভিডিও

২০১৯ সালের আইপিএল ফাইনালে অদিতি হুন্ডিয়াকে নিয়ে বিরাট সরগরম হয়েছিল সোশ্য়াল মিডিয়া। চেন্নাই-মুম্বই ম্যাচ চলাকালীন একবারই অদিতিকে তাঁকে জায়ান্ট স্ক্রিনে দেখানো হয়েছিল। তিনি গ্যালারিতে বসে খেলা দেখছিলেন। অদিতির ছবি দেখানো মাত্রই রাতারাতি সেই রাতে তাঁর ইনস্টাগ্রামে তাঁর কয়েক ঘণ্টায় ফলোয়ার হয়ে গিয়েছিল হান্ড্রেড কে। দুরন্ত সুন্দরী অদিতি তখন নিজেকে ধোনি-কোহলির ফ্যান হিসাবেই পরিচয় দেন। পরে জানা যায় যে, তিনি ঈশানের সঙ্গে ডেট করছেন।