আন্তর্জাতিক ডেস্ক : ইসলামাবাদের বিরুদ্ধে নয়াদিল্লির সন্ত্রাসবিরোধী মামলাগুলো উপস্থাপনের জন্য ভারতের সাতটি প্রতিনিধি দল বিশ্বের বিভিন্ন দেশ সফর করবে। প্রতিনিধি দলগুলো মোট ৩২টি দেশ ভ্রমণ করবে বলে জানা গেছে। এর মধ্যে বেলজিয়ামে ইইউ সদর দপ্তরে একটি যাত্রাবিরতি থাকবে। এই সফর আগামী ২৩ মে থেকে শুরু হওয়ার কথা রয়েছে।
ভারতের সংসদীয় বিষয়ক মন্ত্রণালয় গত শনিবার এক বিবৃতিতে জানিয়েছিল, বিশ্বের কাছে ‘সর্বদলীয় প্রতিনিধিদলগুলো সকল ধরণের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের জাতীয় ঐকমত্য এবং দৃঢ় দৃষ্টিভঙ্গি তুলে ধরবে। তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের শূন্য-সহনশীলতার জোরালো বার্তা বিশ্বের কাছে পৌঁছে দেবে।’
প্রতিনিধিদলগুলোতে ভারতের ক্ষমতাসীন জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) ৩১ জন নেতা এবং বিরোধী দলের ২০ জন রাজনীতিবিদ রয়েছেন, যাদের সহায়তা করবেন দেশটির প্রাক্তন কূটনীতিকরা।
রুশ সংবাদমাধ্যম আরটি’র প্রতিবেদন অনুসারে, চলতি মাসে ইসলামাবাদের সঙ্গে সামরিক সংঘাতের বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে নয়াদিল্লির খারাপ সংবাদ প্রকাশের পর ভারতে ধারণাটি তৈরি করা হয়। বেশ কয়েকটি পশ্চিমা সংবাদমাধ্যমের বিরুদ্ধে অপারেশন সিন্দুরে পাকিস্তানপন্থী বর্ণনা প্রকাশের অভিযোগ আনা হয়েছে।
এ অবস্থায় ভারতের প্রতিনিধিদলগুলো ৩২টি দেশ ভ্রমণে বের হচ্ছে। প্রথম দলটি মধ্যপ্রাচ্যের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবে, যার মধ্যে রয়েছে সৌদি আরব, কুয়েত, বাহরাইন এবং আলজেরিয়া।
দ্বিতীয় দলটি ইইউ, যুক্তরাজ্য এবং এই অঞ্চলের অন্যান্য দেশ ভ্রমণ করবে। তৃতীয় দলটি জাপান এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর কর্মকর্তাদের সঙ্গে দেখা করবে বলে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন।
এছাড়া চতুর্থ দলটি সংযুক্ত আরব আমিরাত এবং কিছু আফ্রিকান দেশ ভ্রমণ করবে। পঞ্চম দলটি যুক্তরাষ্ট্র, পানামা, গায়ানা, ব্রাজিল এবং কলম্বিয়াসহ বেশ কয়েকটি দেশ ভ্রমণ করবে। ছষ্ঠ গ্রুপটি স্পেন, গ্রীস, স্লোভেনিয়া, লাটভিয়া এবং রাশিয়া ভ্রমণ করবে। আরেকটি গ্রুপ মিশর, কাতার, ইথিওপিয়া এবং দক্ষিণ আফ্রিকা ভ্রমণ করবে।
অপরদিকে, ইসলামাবাদ নয়াদিল্লির এই উদ্যোগের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। গতকাল রোববার রেডিও পাকিস্তান জানিয়েছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ভারতকে মোকাবেলা করার জন্য বিশ্বের প্রধান রাজধানীগুলোতে উচ্চ পর্যায়ের কূটনীতিকদের একটি দল পাঠাবেন।
প্রতিবেদন অনুসারে, পাকিস্তানের কূটনৈতিক প্রতিনিধিদল ‘ভারতীয় প্রচারণা উন্মোচন করার জন্য’ লন্ডন, ওয়াশিংটন, প্যারিস এবং ব্রাসেলসসহ গুরুত্বপূর্ণ শহরগুলিতে ভ্রমণ করবে।
পাকিস্তানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার জন্য শরীফ প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিকে নিযুক্ত করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।